স্বর্ণ আমদানিতে অগ্রিম কর থাকবে না
দেশে বৈধ পথে স্বর্ণ আমদানি উৎসাহিত করতে ও স্বর্ণ চোরাচালান বন্ধ করার লক্ষ্যে স্বর্ণ আমদানিতে বিদ্যমান অগ্রিম কর বিলোপের প্রস্তাব করা হয়েছে প্রস্তাবিত নতুন অর্থবছরের বাজেটে।
সেই সাথে, জুয়েলারি ব্যবসায়ীদের জন্য বিদ্যমান ১০% ভ্যাট কমিয়ে ৫% করার সুপারিশ করা হয়েছে।
বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী বলেন, "বৈধ পথে স্বর্ণ আমদানি উৎসাহিত করতে এবং দেশে সোনা চোরাচালান বন্ধ করতে স্বর্ণ আমদানির উপর অগ্রিম কর প্রত্যাহারের প্রস্তাব করছি।"
আমদানিতে অগ্রিম কর বিলোপের মাধ্যমে জুয়েলারি শিল্পের বিকাশ ঘটবে এবং সরকারের কর রাজস্ব বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।
এর আগে গত ৭ জুন বাংলাদেশ জুয়েলার্স সমিতির সিনিয়র সহ-সভাপতি গুলজার আহমেদ স্বর্ণ আমদানির ওপর অগ্রিম কর বাতিল করার সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, এটি শিল্প এবং গ্রাহক উভয়ের জন্যই লাভজনক হবে।
তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আমরা এনবিআরকে আমাদের ভ্যাট ৫% থেকে কমিয়ে ২% করার জন্য অনুরোধ করেছি। কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো ইতিবাচক পদক্ষেপ নিলে এটি গ্রাহকদের ভ্যাট দিতে উৎসাহিত করবে।"
এর আগে, স্বর্ণখাতকে একটি নিয়মতান্ত্রিক কাঠামোর অধীনে পরিচালনার মাধ্যমে সরকারের রাজস্ব আয় বাড়াতে ২০১৮ সালের অক্টোবরে 'স্বর্ণ আমদানী নীতিমালা-২০১৮' প্রণীত হয়।
২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এটি দেশের ৫১তম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদে চতুর্থ বাজেট।
২০২১-২২ অর্থবছরে বাজেট বরাদ্দ ছিল ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। সে হিসেবে
২০২২-২৩ অর্থবছরের নতুন বাজেটের আকার বাড়ছে ৭৪ হাজার ৩৮৩ কোটি টাকা।