ইরাক থেকে লুট হওয়া ১৭ হাজার শিল্পকর্ম ফেরত দিল যুক্তরাষ্ট্র
মার্কিন দখলদার বাহিনীর লুট করা প্রায় ১৭ হাজার প্রাচীন শিল্পকর্ম গত মঙ্গলবার ইরাকে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন।
ফেরত আসা শিল্পকর্মগুলোর মধ্যে চার হাজার বছরের পুরনো নিদর্শনও রয়েছে। রয়েছে প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতার মূর্তি ও পুরাকীর্তি। 'গিলগামেশ ড্রিম ট্যাবলেট' নামে খ্যাত বিখ্যাত পুরাকীর্তিটিও অচিরে ফেরত পাঠানো হবে বলে জানান হুসেইন। মাটির খণ্ডে খোদিত গিলগামেশের মহাকাব্য বিশ্বের প্রাচীনতম সাহিত্যকর্মগুলোর একটি।
২০০৩ সালে যুক্তরাষ্ট্র কর্তৃক ইরাক দখলের পর এতো বিশাল পরিমাণ শিল্পকর্ম ফেরত পাঠানোর ঘটনা আর ঘটেনি। মার্কিন বাহিনী ইরাকে পা ফেলার পর হাজার হাজার ঐতিহাসিক শিল্পকর্ম বিভিন্ন মন্দির, প্রত্নতাত্ত্বিক স্থান ও জাদুঘর থেকে চুরি হয়ে জায়গা করে নেয় আন্তর্জাতিক বাজারে। ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যকার সময়ে আইসিস ইরাকের বড় একটি অংশের ক্ষমতা দখল করে। এই জঙ্গি সংঘটনও বহু শিল্পকর্ম ও প্রাচীন পুরাকীর্তি চোরাচালানের পিছনে জড়িত ছিল।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ফুয়াদ হুসেইন এই শিল্পকর্মগুলো সংস্কৃতি মন্ত্রণালয়কে বুঝিয়ে দেন। এই প্রত্যাবাসনের কয়েক দিন আগেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে হোয়াইট হাউজে সাক্ষাৎ করেছিলেন ইরাকি প্রধানমন্ত্রী মোস্তফা আল কাধিমি। তবে ইরাকি সংস্কৃতি মন্ত্রী হাসান নাজিমের দাবি যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের সাথে দীর্ঘদিনের বোঝাপড়ার অংশ ছিল এই প্রত্যাবাসন। গত এক বছর ধরেই ধীরে ধীরে শিল্পকর্মগুলো ফেরত পাঠানো হচ্ছে বলে জানান তিনি।
যুক্তরাষ্ট্র থেকে পাঠানো ১৭,৩২১টি শিল্পকর্মের পাশাপাশি জাপান, হল্যান্ড ও ইতালি থেকে ফেরত এসেছে ১৭টি প্রাচীন শিল্পকর্ম। আর আইনি ঝামেলা পেরিয়ে গিলগামেশ ড্রিম ট্যাবলেট আগামী মাসে ইরাকে পৌঁছাবে বলে জানিয়েছেন নাজিম।
গিলগামেশের মহাকাব্য প্রায় সাড়ে তিন হাজার বছরের পুরনো একটি সাহিত্যকর্ম। ৬ ইঞ্চি লম্বা, ৫ ইঞ্চি চওড়া একটি মাটির খণ্ডে খোদাই করা এই শিল্পকর্মটি যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিল ২০০৩ সালে, একজন পুরাকীর্তি বিক্রেতার হাত ধরে।
এরপর এই শিল্পকর্মটি বিভিন্ন জায়গায় বিক্রি হয়ে, বিভিন্ন হাতঘুরে মার্কিন ব্যবসায়ী হবি লবির কাছে জায়গা করে নেয়। লবি ২০১৪ সালে একটি নিলাম থেকে প্রায় ১৩ কোটি টাকার বিনিময়ে কিনে নিয়েছিলেন এই বিখ্যাত পুরাকীর্তিটি। মাত্র কয়েক সপ্তাহ আগেই নিউইয়র্কের একটি কোর্ট হবি লবির কাছ থেকে এই শিল্পকর্মটি বাজেয়াপ্ত করার রায় দেন।
২০১৯ সালে 'বেশ কয়েকটি দেশ থেকে' ১৭৩টি এবং প্রতিবেশী জর্ডান থেকে ১৩০০টি নিদর্শন ফেরত আনা হয়েছিল বলে জানিয়েছে ইরাক সরকার। পররাষ্ট্র মন্ত্রী হুসেইনের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশ থেকে চুরি হওয়া সাংস্কৃতিক ঐতিহ্যের নিদর্শনগুলো ফেরত আনার জন্য যা যা করণীয় তার সবই করতে প্রস্তুত সরকার।
- সূত্র-সিএনএন