করোনা ঠেকাতে দিল্লিতে গোমূত্র পার্টি হিন্দু মহাসভার
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস রুখতে ভারতের দিল্লিতে চা পার্টির মতো 'গোমূত্র পার্টি' আয়োজন করার ঘোষণা আগেই দিয়েছিলেন অখিল ভারতীয় হিন্দু মহাসভার সভাপতি চক্রপাণি মহারাজ। শনিবার সেটি বাস্তবায়নও করলেন।
সংগঠনটির সদর দপ্তরে আয়োজিত হলো এই পার্টি।
করোনার সংক্রমণ রোখার পথ খুঁজতে এবং ওষুধ আবিষ্কারের পেছনে চিকিৎসা বিজ্ঞানী ও গবেষকরা যেখন দিন-রাত খেটে মরছেন, তখন গোমূত্রকেই এটির একমাত্র ওষুধ বলে আবারও দাবি করলেন চক্রপাণি মহারাজ। খবর জি নিউজের।
শুধু দাবিতেই থামেননি তিনি। তার নেতৃত্বে রীতিমতো ঢাক ঢোল পিটিয়ে, পুজো-যজ্ঞ করে, গোমূত্র সেবনের অনুষ্ঠান করল সংগঠনটি।
এ আয়োজনে গ্লাস ভরে গোমূত্র বিলি করা হয়। এমন কাণ্ডে চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হতবাক হয়ে গেছেন। কেউ মৃদু, কেউবা তীব্র সমালোচনা করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা প্লাটফর্মে। সেসবকে অবশ্য পাত্তা দিতে নারাজ চক্রপাণি মহারাজ। তিনি জানিয়েছেন, দেশজুড়ে এমন গোমূত্র পার্টির আয়োজন আরও করবে অখিল ভারতীয় হিন্দু মহাসভা।