ক্যাপিটলের দাঙ্গায় উসকানির জন্য ট্রাম্পকেই দায়ী করলেন জাকারবার্গ
মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটলে গত ৬ই জানুয়ারি যে হামলা ও সহিংসতার ঘটনা ঘটে, তার পেছনে ইন্ধনদাতা হিসেবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই দায়ী। এবার এ মত জানালেন, টেক জায়ান্ট ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।
উগ্রবাদ বিস্তারে সামাজিক যোগাযোগমাধ্যমের ভূমিকা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এক শুনানিতে উপস্থিত হয়ে জাকারবার্গ এ মন্তব্য করেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ।
জাকারবার্গ বলেন, "আমি মনে করি ক্যাপিটলের সেদিনের দাঙ্গার জন্য প্রাথমিকভাবে তারাই দায়ী যারা আইন লঙ্ঘনের মধ্য দিয়ে সেদিন হামলার সূচনা করে"।
"তবে তারাও এর দায় এড়াতে পারেন না যারা বারবার নির্বাচনে কারচুপির অভিযোগ আউড়ে গেছেন এবং এ সম্পর্কিত বিভিন্ন তথ্য-উপাত্ত ছড়িয়ে মানুষকে সংঘবদ্ধ হতে উৎসাহিত করেছেন; আর এদের ভেতরে প্রেসিডেন্ট নিজেও সামিল"।
ক্যাপিটলের দাঙ্গায় ফেসবুকের ভূমিকা অস্বীকার করেছেন মার্ক জাকারবার্গ। যদিও দাঙ্গাকারীদের ফেসবুকের মাধ্যমে সংঘবদ্ধতার যথেষ্ট প্রমাণ ইতিমধ্যে মিলেছে।
শুনানিতে জাকারবার্গ আরও বলেন, "কিছু মানুষের বক্তব্য হলো, সামাজিক বিভিন্ন নেটওয়ার্ক আমাদের ধীরে ধীরে পোলারাইজড (মেরুকৃত) করে ফেলছে। কিন্তু আমি বলব, সামাজিক যোগাযোগ মাধ্যম বিস্তারের অনেক আগে থেকে আমেরিকাতে পোলারাইজেশন ছিল"।
বৃহস্পতিবার ফেসবুকের সিইও জাকারবার্গ, গুগলের সিইও সুন্দর পিচাই এবং টুইটার প্রধান জ্যাক ডরসি হাউজ এনার্জি এন্ড কমার্স কমিটির সামনে উপস্থিত হন।
৬ই জানুয়ারি মার্কিন আইনসভাতে হামলার ঘটনার পর একে একে ডোনাল্ড ট্রাম্পকে টুইটার, ফেসবুক এবং ইউটিউব থেকে নিষিদ্ধ করা হয়। যদিও তিনি আবার যেকোন সময় ইউটিউবে ফিরে আসতে পারবেন।
তাছাড়া এ ঘটনার পর মার্কিন কংগ্রেসের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যম এবং এটি ব্যবহারকারীদের জন্য আইনের সংস্কার করার কথা ভাবছেন।