গোমূত্র ও গোবর ভারতের অর্থনীতিকে শক্তিশালী করবে: মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী
ভারতের মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, গরু এবং গরুর মূত্র ও গোবর একজন ভারতীয়কে অর্থনৈতিকভাবে সচ্ছল করতে পারে এবং এটি দেশের অর্থনীতিকেও এগিয়ে নিতে সক্ষম।
শনিবার ইন্ডিয়ান ভেটেরিনারি এসোসিয়েশন আয়োজিত নারী পশুচিকিৎসকদের সম্মেলন, 'শক্তি ২০২১'-এ মুখ্যমন্ত্রী এই বক্তব্য দেন। তিনি আরও বলেন, ভারত সরকার গরুর জন্য অভয়ারণ্য এবং নিরাপদ আশ্রয়কেন্দ্র তৈরি করেছে, কিন্তু সমাজের মানুষের অংশগ্রহণ ব্যতীত তা থেকে কেউ লাভবান হবে না।
"আমরা যদি চাই তাহলে গরু, গোমূত্র ও গোবরের মাধ্যমে নিজেদের অর্থনীতির চাকা শক্তিশালী করে তুলতে পারি এবং দেশের অর্থনীতিকেও এগিয়ে নিতে পারি। সংসদ সদস্যের শ্মশানে কাঠের ব্যবহার কমাতে 'গোকাষ্ঠ' (গরুর গোবর থেকে তৈরি গুড়ি) ব্যবহার করা হচ্ছে", বলেন মুখ্যমন্ত্রী।
তিনি আরও বলেন, পশুচিকিৎসক ও বিশেষজ্ঞদের উচিত কিভাবে গরু পালন করলে এটি কৃষক ও পশুমালিকদের জন্য একটি লাভজনক ব্যবসা হয়ে উঠবে, তা নিয়ে ফলাফলভিত্তিক কাজে নিজেদের যুক্ত করা।
এই আয়োজনের সূত্র ধরে মৎস, প্রাণীসম্পদ ও ডেইরি মন্ত্রণালয়ের ইউনিয়ন মন্ত্রী পরশোত্তম রুপলা বলেন, গুজরাটের গ্রামাঞ্চলের প্রচুর নারী গরু পালনের সাথে যুক্ত এবং ডেইরি ব্যবসায়েও তারা সফলতা পেয়েছে। যেসব নারী ভেটেরিনারি গ্র্যাজুয়েট উক্ত খাতে উদ্যোক্তা হতে চায়, তাদের সাহায্য করার জন্য এই সেন্টারকে পরামর্শ দেন তিনি।
সূত্র: এনডিটিভি