ডেমোক্র্যাট দলের প্রাইমারিতে চার রাজ্যে বিজয়ী জো বাইডেন
আইডাহো, মিসিসিপি, মিসৌরি এবং মিশিগান অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট দলের প্রাইমারি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সকে পিছনে ফেললেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। এর মাধ্যমে আগামী নভেম্বরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তার অবস্থান আরও শক্তিশালী হলো।
বাইডেনের বর্ষীয়ান প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স নিজেও মার্কিন তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয়। তার বিরুদ্ধে এগিয়ে যাওয়া তাই বাইডেন শিবিরের জন্য এক বড় অর্জন।
সিবিএস নিউজ সূত্রে পাওয়া সর্বশেষ খবরে জানা গেছে ৮২০ জন ডেমোক্র্যাট প্রতিনিধি প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনকে দলীয় প্রতিনিধি হিসাবে নির্বাচিত করেছেন। অপরদিকে বার্নি পেয়েছেন ৬৭০ জনের সমর্থন। সেই তুলনায় ভারতীয় বংশদ্ভুত তুলসী গ্যাবার্ড মাত্র দুটি ভোট পান।
স্যান্ডার্সের জন্য সবচেয়ে বড় ধাক্কা মিশিগানে পরাজয়। ২০১৬ সালে এই রাজ্যের ১২৫ ডেমোক্র্যাট প্রতিনিধির অধিকাংশ তাকেই সমর্থন দিয়েছিলেন।
এক্সিট পোলের সংখ্যা অনুসারে কলেজ ডিগ্রীহীন শ্বেতাঙ্গ প্রতিনিধিদের কাছ থেকে মিশিগানে ৫১ শতাংশ ভোট পেয়েছেন বাইডেন। বাকি ৪৫ শতাংশ পান স্যান্ডার্স। ২০১৬ সালে মিশিগান প্রাইমারিতে হিলারি ক্লিনটনকে পরাজিত করেছিলেন তিনি।
এদিকে শ্রম ইউনিয়নগুলোর নিবন্ধিত সদস্য এবং পরিবারের প্রধান আয়কর্তা এমন প্রতিনিধিরাও বাইডেনের দিকে ঝুঁকেছেন। তাদের ৫৪ শতাংশ ভোট পান বাইডেন। এছাড়াও, প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা কার বেশি এমন প্রশ্নে বাইডেন ৫৫ শতাংশ এবং বার্নি ৩২ শতাংশ ভোট পান।
মূলত রিপাবলিকান দলের মূল প্রতিযোগী এবং বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করাটাই এখন ডেমোক্র্যাট প্রতিনিধি ভোটারদের মাঝে প্রাধান্য পাচ্ছে।
করোনা ভাইরাস আতঙ্কের মাঝে অনুষ্ঠিত এই প্রাইমারীতে আপদকালীন মুহূর্তে জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে বেশি দায়িত্বশীল ভূমিকা রাখতে পারবেন এমন রায় দিয়েছেন তারা। এই প্রশ্নে মিসৌরিতে ৬১ শতাংশ ভোট পান বাইডেন আর স্যান্ডার্স পেয়েছেন ২৭ শতাংশ। মিশিগানের প্রতিনিধিদের ৫১ শতাংশ এই প্রশ্নে বাইডেনের পক্ষে রায় দেন। ৩২ শতাংশ আস্থা রেখেছেন বার্নির ওপর।