নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রস্তাব পাশ হল পশ্চিমবঙ্গের বিধানসভায়
ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) প্রত্যাহার ও জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) চালু না করার দাবি তুলে প্রস্তাব পাশ করেছে পশ্চিমবঙ্গ বিধানসভা।
দেশটির কেরালা, পাঞ্চাব ও রাজস্থানের পর চতুর্থ রাজ্য হিসেবে এ প্রস্তাব পাশ হলো পশ্চিমবঙ্গে। খবর আনন্দবাজারের।
সোমবার পশ্চিমবঙ্গের পরিষদীয় মন্ত্রী চট্টোপাধ্যায় রাজ্যটির বিধানসভায় এই প্রস্তাব উপস্থাপন করেন। বাম ও কংগ্রেসের বিধায়করা প্রস্তাবে সংশোধনী আনার কথা বললেও শুরু থেকেই প্রস্তাবের বিরোধিতা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি। তবে শেষপর্যন্ত কন্ঠভোটে এ প্রস্তাব পাশ হয়ে যায়।
প্রস্তাবে বলা হয়, প্রধানমন্ত্রী জানিয়েছেন যে নাগরিকত্ব আইনের দ্বারা কোনও নাগরিকের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না। কিন্তু এই আইনে তার কোনও উল্লেখ নেই। যা নাগরিকদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করছে। তাই রাজ্যে সরকারের মাধ্যমে কেন্দ্র সরকারের কাছে দাবি জানানো হচ্ছে যে, সিএএ বাতিল এবং এনপিআর, এনআরসি প্রত্যাহারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে।
এই প্রস্তাবে আরও বলা হয়েছে, সিএএ-র সাহায্যে কেন্দ্রের শাসক দল ধর্মের নামে দেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। মানবাধিকারকে ধ্বংস করার প্রচেষ্টা চালাচ্ছে। ফলে পশ্চিমবঙ্গ-সহ দেশের প্রতিটি রাজ্যে চরম অস্থিরতা তৈরি হয়েছে।