বেজোস ও মাস্কের আগেই মহাশূন্যের সীমানায় পাড়ি দিলেন স্যার রিচার্ড ব্রানসন
নিজ মহাকাশ অভিযান সংস্থা- ভার্জিন গ্যালাকটিকের তৈরি রকেট বিমানে চেপে পৃথিবীর বায়ুমন্ডল যেখানে শেষ ও যেখান থেকে মহাশূন্যের বিস্তৃতি শুরু- সেই সীমায় পাড়ি জমালেন বিলিয়নিয়ার ধনকুবের রিচার্ড ব্রানসন।
'রকেট প্লেন'খ্যাত এ উড়োজাহাজ তার কোম্পানি গত ১৭ বছর ধরে ডিজাইন করেছে। দীর্ঘ এ প্রচেষ্টার পর আজ রোববার (১১ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো রাজ্যের আকাশে ওড়ে এ বিমান।
মহাশূন্যের দ্বারপ্রান্ত থেকে পৃথিবীতে অবতরণের পর এ যাত্রাকে জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলোর একটি বলে উল্লেখ করেছেন ব্রানসন।
তবে ব্রানসনের মূল জয় অন্যখানে। মহাশূন্যের সীমানায় যেতে উৎসাহী অপর দুই বিশ্ব সেরা ধনকুবের ইলন মাস্ক ও জেফ বেজোসের আগেই তিনি এ যাত্রা সম্পন্ন করে; মহাশূন্য পর্যটন উদ্যোক্তাদের মধ্যে প্রথম স্থান অধিকার করলেন।
যুক্তরাজ্যের এ ধনকুবের ঠিক কতোটা উঁচুতে তার রকেট বিমানে ঘুরেছেন তার আনুষ্ঠানিক ঘোষণা এখনও দেওয়া হয়নি। তবে এটি ৮৫ কিলোমিটার বা ২,৮২,০০০ ফুট ছিল বলে ধারণা করছে বিবিসি।
ব্রানসনের ভ্রমণসঙ্গী ছিলেন দুজন পাইলট; ডেভ ম্যাকে ও মাইকেল মাসাউকি এবং ভার্জিন গ্যালাকটিকের তিন কর্মচারী- বেথ মোজেস, কলিন বেনেট ও সিরিশা বান্দলা।
- সূত্র: বিবিসি