বৈশ্বিক প্রাণহানি ৭০ হাজারের ঘরে, আক্রান্ত প্রায় ১৩ লাখ
করোনাভাইরাসে পুরো বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা এখন ১২ লাখ ৭৪ হাজার ৯৫৬ জন। অন্যদিকে রোববার সারাদিনে প্রাণ হারিয়েছেন ৬৯ হাজার ৪৯৮ জন।
এর মাঝে ইতালিতে মারা গেছেন ৫২৫ জন, যা বিগত দুই সপ্তাহের মধ্যে দেশটির সর্বনিম্ন দৈনিক মৃত্যুর সংখ্যা। মৃত্যুহার কমেছে ফ্রান্সেও, সেখান প্রাণ হারান ৩৫৭ জন। এটি গত এক সপ্তাহের মাঝে সবচেয়ে কম সংখ্যায় দৈনিক প্রাণহানির ঘটনা।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
মৃতের সংখ্যায় বিশ্বের মাঝে শীর্ষে আছে ইতালি, সেখানে মোট প্রাণহানি হয়েছে ১৫ হাজার ৮৮৭টি। এরপরেই দ্বিতীয় স্থানে আছে স্পেন, সেখানে মারা গেছেন ১২ হাজার ৬৪১ জন।
এর মাঝে গত রোববার মারা যান ৬৭৪ জন। তবে গত ২ এপ্রিল রেকর্ড ৯৫০ জনের মৃত্যুর পর থেকেই দেশটিতে গত তিনদিনে দৈনিক মৃত্যু কিছুটা কমে এসেছে।
তবে দেশটিতে নতুন করে ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া বন্ধ হয়নি। গতকাল নাগাদ যা ৪ দশমিক ৮ শতাংশ হারে বেড়ে ১ লাখ ৩০ হাজার ৭৫৯ জনকে আক্রান্ত করে।
ইরানে এখন পর্যন্ত মারা গেছেন ৩ হাজার ৬০৩ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই সংখ্যা নিশ্চিত করে।
তবে বিশ্বের মাঝে সবচেয়ে বেশি করোনা রোগী এখন যুক্তরাষ্ট্রে, যার সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ৬৩৭ জন। মোট প্রাণহানি হয়েছে ৮ হাজার ৩২৭টি, এর মাঝে নিউইয়র্কে একদিনে মারা গেছেন ৫৯৪ জন। ফলে মার্কিন অঙ্গরাজটিতে মোট মৃতের সংখ্যা ৩ হাজার ৪৮ জনে উন্নীত হলো।
যুক্তরাজ্যে সর্বশেষ ৪ হাজার ৯৩৪ জনের মৃত্যুর খবর জানা গেছে। তুরস্কে মারা গেছেন ৫৭৪ জন। সুইজারল্যান্ড, ব্রাজিল এবং বেলজিয়ামে এখন পর্যন্ত মৃতের সংখ্যা যথাক্রমে ৭১৫, ৪৮৭ এবং এক হাজার ৪৪৭ জন।