বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত রুশ যুদ্ধজাহাজ মস্কভা ডুবি
বুধবার বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত রাশিয়ান যুদ্ধজাহাজ মস্কভা ডুবে গেছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের ফ্ল্যাগশিপ মস্কভাকে বন্দরে নিয়ে যাওয়ার সময় এটি মাঝপথে ডুবে যায় বলে জানিয়েছে মন্ত্রণালয়।
৫১০-ক্রুর এই ক্ষেপণাস্ত্র ক্রুজারটি ছিল রাশিয়ার সামরিক শক্তির প্রতীক। ইউক্রেনের উপর দেশটির নৌ আক্রমণের নেতৃত্ব দেয় মস্কভা।
কিয়েভ বলছে, তাদের ক্ষেপণাস্ত্র যুদ্ধজাহাজে আঘাত করায় সেটি ক্ষতিগ্রস্ত হয়। তবে, মস্কো তাদের বক্তব্যে কোনো হামলার কথা উল্লেখ করেনি। আগুন লাগার পর জাহাজটি ডুবে যায় বলে উল্লেখ করেছে তারা।
বিবৃতিতে আরও বলা হয়, অগ্নিকাণ্ডের কারণে যুদ্ধজাহাজের গোলাবারুদ বিস্ফোরিত হয়। জাহাজের সব ক্রুকে কৃষ্ণ সাগরের নিকটবর্তী অন্যান্য রাশিয়ান জাহাজে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানায় তারা।
প্রথমে, যুদ্ধজাহাজটি ভাসমান ছিল বললেও বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া মস্কভা ডুবে যাওয়ার খবরটি প্রকাশ করে।
রাশিয়ান প্রতিরক্ষা সংস্থার বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, "বন্দরের দিকে নেওয়ার সময় জাহাজটি ভারসাম্য হারিয়ে ফেলে।" গোলাবারুদ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হওয়ায় এমনটি হয়েছে বলে জানায় তারা।
এদিকে, ইউক্রেনের সামরিক কর্মকর্তারা বলেছেন যে তারা ইউক্রেনের তৈরি নেপচুন ক্ষেপণাস্ত্র দিয়ে মস্কভাকে আঘাত করা হয়। ২০১৪ সালে রাশিয়ার ক্রিমিয়া দখল করার পরে ডিজাইন করা হয় এই অস্ত্র।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রথম দিন, কৃষ্ণ সাগরে স্নেক আইল্যান্ড রক্ষাকারী ইউক্রেনীয় সীমান্ত সৈন্যদের একটি ছোট গ্যারিসনকে আত্মসমর্পণ করার জন্য আহ্বান করার পরে মস্কভা কুখ্যাতি অর্জন করে।
সোভিয়েত যুগে নির্মিত মস্কোভা ১৯৮০ এর দশকের শুরুর দিকে কার্যক্রম শুরু করে। ডুবে যাওয়ার আগে জাহাজটি ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মাইকোলাইভে ছিল। সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়া ব্যাপক বোমা হামলা চালিয়েছে এই শহরে।
ইউক্রেনের হামলার বিষয়টি নিশ্চিত হলে, ১২ হাজার ৪৯০ টনের মস্কোভা হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিপক্ষের আক্রমণে ডুবে যাওয়া সবচেয়ে বড় যুদ্ধজাহাজ।
আক্রমণ শুরুর পর থেকে এ নিয়ে দুটি যুদ্ধজাহাজ হারিয়েছে রাশিয়া। মার্চ মাসে ইউক্রেনের আক্রমণে ধ্বংস হয় সারাতোভ নামক আরেকটি জাহাজ।
- সূত্র- বিবিসি