'শুধু পুরুষদের সাথে ছবি তুলবো না', মঞ্চ ছাড়লেন স্পেনের অর্থমন্ত্রী
মাদ্রিদের এমপ্লয়ারস ফেডারেশন আয়োজিত একটি অনুষ্ঠানে ছবি তুলতে অস্বীকৃতি জানিয়েছেন স্পেনের অর্থমন্ত্রী নাদিয়া কালভিনো। কারণ সেই ছবিতে তিনি বাদে বাকি সবাই ছিলেন পুরুষ!
দেশটির সরকারি সংবাদ সংস্থা ইইই'র প্রতিবেদন অনুযায়ী, নাদিয়া কালভিনো এর আগে প্রতিজ্ঞা করেছিলেন, অন্য কোনো নারীর অংশগ্রহণ নেই এমন ছবিতে তিনি নিজেকে প্রকাশ করবেন না।
তবে অনুষ্ঠানের শুরুতে ছবি তুলতে আপত্তি জানিয়ে চলে গেলেও, শেষের দিকে ফেডারেশনের মহাসচিব সারা মোলেরো অর্থমন্ত্রীর সাথে ফ্রেম শেয়ার করেন। তখন নাদিয়া কালভিনো ছবি তুলতে রাজি হন। পরবর্তীতে অনুষ্ঠান শেষে অন্যান্য আয়োজকেরাও তার সাথে যুক্ত হন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের এক মুখপাত্র।
অর্থমন্ত্রী হওয়ার পাশাপাশি স্পেনের ফার্স্ট ডেপুটি প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন।। গেল ফেব্রুয়ারিতে তিনি ঘোষণা দেন, তাকেই একমাত্র নারী বক্তা হিসেবে যেসব অনুষ্ঠানে নিয়ে যাওয়া হবে, সেখানে তিনি যাবেন না।
স্পেনের ২৩ সদস্যবিশিষ্ট মন্ত্রিসভা ১৪ জন নারী ও ৯ জন পুরুষ নিয়ে গঠিত। শুধু তাই নয়, দেশটির তিনজন ডেপুটি প্রধানমন্ত্রীর তিন জনই নারী।
সূত্র: ব্লুমবার্গ