তালেবানের আদেশে মুখ ঢেকে টেলিভিশন সম্প্রচারে নারীরা
তালেবানের নির্দেশ অনুযায়ী আজ থেকে মুখ ঢেকে টেলিভিশন সম্প্রচারে উপস্থিত হতে দেখা গেছে আফগানিস্তানের শীর্ষস্থানীয় টিভি চ্যানেলের নারী উপস্থাপকদের।
তবে এর একদিন আগেই নির্দেশ উপেক্ষা করে মুখ না ঢেকে সম্প্রচারে যান কয়েকজন উপস্থাপক।
দেশটির এক টিভি উপস্থাপকের উদ্ধৃতি দিয়ে বিবিসি জানিয়েছে, সংবাদমাধ্যমগুলোতে কর্মরত নারীরা এর প্রতিবাদ জানিয়েছে, তবে মালিকপক্ষ তালেবান সরকারের চাপে পড়েছে।
টোলো নিউজ, আরিয়ানা টেলিভিশন, সাশাদ টিভি ও ওয়ান টিভির মতো টেলিভিশন চ্যানেলগুলোর নারী উপস্থাপকদের মুখ ঢেকে সম্প্রচারে আসতে দেখা গেছে।
কয়েকজন নারী উপস্থাপক প্রাথমিকভাবে প্রতিবাদ জানালে, তালেবানের কর্মকর্তারা ঘোষণা দেয়, তাদের ম্যানেজার ও অভিভাবকের সঙ্গে কথা বলা হবে এবং তাদের শাস্তি দেওয়া হবে।
টোলো নিউজের উপস্থাপিকা সোনিয়া নাজি সংবাদ সংস্থা এএফপিকে বলেন, তারা প্রতিবাদ করেছিলেন। কিন্তু চ্যানেওগুলোকে চাপ দেওয়া হচ্ছে, এবং তারা মেনে না নিলে চাকরি পরিবর্তন করতে হবে বা তাদের চাকরিচ্যুত করতে হবে।
গত বছর ক্ষমতা দখলের পর থেকে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে তালেবান। এরমধ্যে অনেক বিধি-নিষেধই নারী সংক্রান্ত।
উল্লেখ্য, এ মাসের শুরুর দিকে তালেবানের হিবাতুল্লাহ আখুন্দজাদা নারীদের জন্য একটি নির্দেশ জারি করেন, এতে সম্পূর্ণ মুখমণ্ডলসহ জনসম্মুখে সম্পূর্ণ শরীর বোরখা পরে ঢেকে রাখার নির্দেশ দেওয়া হয়।
এই শনিবার থেকে নারী টিভি উপস্থাপকদের মুখ ঢেকে উপস্থাপনের জন্য স্থানীয় সংবাদমাধ্যমগুলোর কাছে নির্দেশনা পাঠানো হয়।