সেভেরোদোনেৎস্কে রুশ বাহিনীর অগ্রগতি, প্রত্যাহার করে নেওয়া হতে পারে ইউক্রেনের সেনাদের
ইউক্রেনের সেভেরোদোনেৎস্ক শহরের নিয়ন্ত্রণ নিয়ে রুশ ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে কয়েকদিন ধরে চলছে তুমুল লড়াই। এরইমধ্যে রুশ বাহিনীর অগ্রগতির মুখে পূর্বাঞ্চলীয় এই শহর থেকে ইউক্রেনীয় সেনাদের প্রত্যাহার করে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সেখানে অবস্থানরত এক কর্মকর্তা। খবর বিবিসির।
ডনবাসের লুহানস্ক অঞ্চলের কেবল সেভেরোদোনেৎস্ক শহরই ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে। ইউক্রেন নিয়ন্ত্রিত বাকি অংশ থেকে শহরটি বিচ্ছিন্ন করে ঘিরে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী।
এ ব্যাপারে লুহানস্কের গভর্নর সেরহি হাইদাই বলেন, রুশ বাহিনী এতদিন শহরের একাংশে ছিল। কিন্তু এখন তাদের দ্বারা অবরুদ্ধ হওয়া ঠেকাতে ইউক্রেনীয় বাহিনীর সরে যেতে হতে পারে।
পুরো পূর্ব ডনবাস অঞ্চল দখলে নেওয়ার পরিকল্পনা নিয়ে সংঘাত চালিয়ে যাচ্ছে রাশিয়া।
এদিকে, রুশ বাহিনীর অগ্রগতি ঠেকাতে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে দূরপাল্লার অস্ত্র সরবরাহের অনুরোধ জানিয়েছে ইউক্রেন। তবে সে অনুরোধ এখনও রাখা হয়নি পশ্চিমের পক্ষ থেকে।
সেভেরোদোনেৎস্কে গভর্নর জানান, অর্ধেকেরও বেশি আবাসন ধ্বংস হয়ে গেছে এবং প্রায় সমস্ত ভবনই ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের বাসিন্দারা আশ্রয়কেন্দ্রে রয়েছেন।
শহরটি থেকে ইউক্রেন-নিয়ন্ত্রিত অঞ্চলে যাওয়ার রাস্তার ওপর হামলা চালিয়ে সেটিও ধ্বংসের চেষ্টা করা হয়েছে। তবে রাস্তাটি এখনও যাতায়াত উপযোগী রয়েছে বলে জানান তিনি।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (২৭ মে) মস্কোপন্থী বাহিনী সেভেরোদোনেৎস্কের পশ্চিমে লাইমান শহর দখল করে নিয়েছে। এরপর তাদের স্লোভিয়ানস্ক এবং ক্রামতোর্স্ক শহর দুটির দিকে অগ্রসর হতে দেখা গেছে।
- সূত্র: বিবিসি