অল্পতে থামল আফগানিস্তান, চিন্তায় ভারত
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলছে আফগানিস্তান, কিন্তু চিন্তায় ভারত। বিরাট কোহলির দলের চিন্তা আরও বাড়ল আফগানদের ব্যাটিংয়ে। কিউইদের শক্তিশালী বোলিংয়েরে বিপক্ষে বড় ইনিংস গড়া হয়নি আফগানিস্তানের। এতে আফগানরা যেমন হারের শঙ্কায়, তেমনি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় ভারত। এই ম্যাচে আফগানিস্তান জিতলেই যে কেবল সেমি-ফাইনালের আশা বেঁচে থাকবে তাদের।
রোববার আবু ধাবিতে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ১২৪ রানের স্কোর গড়েছে আফগানিস্তান। সেমি-ফাইনালের টিকেট কাটতে এই রান তোলা নিউজিল্যান্ডের জন্য যে কঠিনসাধ্য কিছু নয়, সেটা তাদের সাম্প্রতিক পারফরম্যান্সই বলে দিচ্ছে। তারা যদি ম্যাচ জিতে যায় তাহলে এক ম্যাচ বাকি থাকতেই বিদায় নিশ্চিত হয়ে যাবে ভারত ও আফগানিস্তানের। পাকিস্তানের সঙ্গে শেষ চারে যোগ দেবে নিউজিল্যান্ড।
মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে দুঃস্বপ্নের মতো শুরু হয় আফগানদের। দলীয় ৮ রানেই ফিরে যান ওপেনার মোহাম্মদ শাহজাদ। কিছুক্ষণ পর ট্রেন্ট বোল্টের শিকারে পরিণত হয়ে সাজঘরে ফেরেন হজরতউল্লাহ জাজাই। টিকতে পারেননি রহমানউল্লাহ গুরবাজও। দলীয় ১৯ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে আফগানিস্তান।
এমন সময়ে দলকে পথ দেখানোর দায়িত্ব কাঁধে তুলে নেন গুলবাদিন নাঈব ও নাজিবুল্লাহ জাদরান। এই জুটিতে ৫৬ রানে পৌঁছায় দলটি। এ সময় ১৫ রান করে বিদায় নেন গুলবাদিন। এরপর সবচেয়ে বড় জুটিটি পায় আফগানিস্তান। নাজিবুল্লাহর সঙ্গে যোগ দিয়ে ৫৯ রানের জুটি গড়েন অধিনায়ক মোহাম্মদ নবী। তবে এ সময় নাজিবুল্লাহই মূলত রানচাকা সচল রাখেন।
আফগানদের হয়ে বাঁহাতি এই ব্যাটসম্যানই কেবল বড় ইনিংস খেলেন। ৪৮ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৭৩ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি। গুলবাদিনের ১৫ রানের পর নবী ১৪ রান করেন। আফগানদের আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে পারেননি। নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট ৪ ওভারে মাত্র ১৭ রান খরচায় ৩টি উইকেট নেন। আরেক পেসার টিম সাউদি ২টি উইকেট পান। এ ছাড়া একটি করে উইকেট পান অ্যাডাম মিলনে, জিমি নিশাম ও ইশ সোধি।