আমার কাছে পড়েই থাকতো, এরচেয়ে মানুষের কাজে আসুক: আকবর
বয়স চলছে সবে ১৮। এমন বয়সী কারও কত বছরেরই আর ক্রিকেট ক্যারিয়ার হতে পারে! এর মধ্যেই অবশ্য বিশ্বজয় করা শেষ। সেটার নেতৃত্ব আবার তিনিই। এমন একটা আসরের প্রতিটা জিনিসই মহামূল্যবান হওয়ার কথা আকবর আলীর কাছে। আসলেই তেমন, এই আসরে ব্যবহৃত প্রতিটা জিনিসই যুব অধিনায়কের কাছে সাত রাজার ধন।
সেখান থেকেই দুটি স্মারক মানবতার সেবায় উৎসর্গ করছেন আকবর। করোনাভাইরাস দুর্গতের সাহায্যে যুব বিশ্বকাপ ফাইনালের জার্সি ও ব্যাটিং গ্লাভস নিলামে তুলতে যাচ্ছেন বিশ্বজয়ী এই অধিনায়ক। বিশ্বকাপ ফাইনালের মতো দেশের দুঃসময়েও নেতার মতো এগিয়ে এলেন আকবর।
২০১৯ বিশ্বকাপে ইতিহাসগড়া ব্যাটটি নিলামে ২০ লাখ টাকায় বিক্রি করেছেন সাকিব আল হাসান। অনেকের মতো এটা দেখে অনুপ্রাণিত হয়েছেন আকবরও। এ ছাড়া আরও অনেকেই নিজেদের প্রিয় স্মারক নিলামে তোলার ঘোষণা দিয়ে রেখেছেন। আকবরও ভাবছিলেন এমন কিছু করা যায় কিনা।
এ বিষয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে আকবর বলেছেন, 'এটা নিয়ে সপ্তাহখানেক ধরেই চিন্তা-ভাবনা করছিলাম। কথা বলছিলাম বেশ কয়েকজনের সাথে। সপ্তাহখানেক আগে এটা মাথায় আসে। তখন থেকেই ভাবছিলাম, এখানে আমার কী করার আছে বা আমি আমার কোন জিনিসটা নিলামে তুলতে পারি। পরে মনে হলো জার্সি আর ব্যাটিং গ্লাভসের কথা। তো এই দুটি জিনিস নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছি।'
ছোট্ট ক্যারিয়ারে বিরাট কীর্তি। স্বভাবতই ফাইনালের জার্সি ও ব্যাটিং গ্লাভস আকবরের কাছে খুব প্রিয়। কিন্তু এই প্রিয় দুটি স্মারক নিলামে তুলতে একটুও কষ্ট হচ্ছে না তার। করোনাভাইরাসের কারণে সৃষ্ঠ এই অবস্থায় অসহায় মানষের পাশে দাঁড়ানোই এখন একমাত্র কর্তব্য বলে মনে করছেন বাংলাদেশকে প্রথমবারের মতো বিশ্ব শিরোপা এনে দেওয়া আকবর।
ব্যক্তিত্ব দিয়ে ইতোমধ্যে বয়সভিত্তিক অনেক ক্রিকেটারের কাছে আইডল হয়ে ওঠা আকবর বলছেন, 'কষ্ট? না, মনে হয় না আমার কোনো কষ্ট হবে এই দুটি স্মারক হাতছাড়া করতে বা নিলামে তুলতে। এটা ভালোই হবে। এটা দিয়ে অন্য কারো সাহায্য হলে সেটাই তো ভালো। আমার কাছে তো পড়েই থাকতো, এরচেয়ে মানুষের কাজে আসুক। অন্য কারও কাছে গিয়ে পড়ে থাকুক বা অন্য মানুষের সাহায্য হোক, এটাই বড় ব্যাপার।'
আগামী কয়েকদিনের মধ্যেই নিলামের দিনক্ষণ, প্ল্যাটফর্ম চূড়ান্ত হয়ে যাবে জানিয়ে আকবর বলেন, 'নিলামের প্রক্রিয়া চলছে। অনলাইনে নিলাম হবে, এটা নিশ্চিত হয়ে গেছে। বাকি বিষয়গুলো এখনও চূড়ান্ত হয়নি, আলাপ-আলোচনা চলছে। হয়তো দুই-একদিনের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে সব। সব চূড়ান্ত হলে সবাইকে জানিয়ে দেব।'
সাকিবেরও আগে করোনাভাইরাস দুর্গতদের সাহায্যে নিজের সবচেয়ে প্রিয় ব্যাটটি নিলামে তোলার ঘোষণা দেন মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করা ব্যাটটি নিলামে তুলবেন তিনি।
মুশফিকের এমন ঘোষণায় অনুপ্রাণিত বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে মহাকাব্যিক সেই ইনিংস (১০০) খেলা ব্যাটটি নিলামে তুলতে চান তিনি।
এই দুই ক্রিকেটারের পর তালিকায় যুক্ত হন ক্রিকেট সামগ্রী নিলামে তোলার পরামর্শ দেওয়া সাকিব আল হাসান। ২০১৯ বিশ্বকাপে ইতিহাস গড়া ব্যাটটি নিলামে তোলার ঘোষণা দেন সাবেক এই নাম্বার ওয়ান। ঘোষণার পরদিনই অনুষ্ঠিত হয় নিলাম। সাকিবের নিলাম অনুষ্ঠান দেখে অনেকেই অনুপ্রাণিত। বিভিন্ন খেলার খেলোয়াড়রা তাদের প্রিয় স্মারক নিলামে তোলার ঘোষণা দিয়েছেন।
এই তালিকায় আছেন ফুটবলার আলফাজ আহমেদ, রোকনুজ্জামান কাঞ্চন, শুটার আসিফ হোসেন খান। প্রয়াত ফুটবলার মোনেম মুন্নার একটি জার্সি নিলামে তুলবেন তার স্ত্রী সুরভী মোনেম। এ ছাড়া আরও কয়েকজন ক্রিকেটার তাদের প্রিয় ক্রিকেট সামগ্রী নিলামে তোলার ঘোষণা দিয়েছেন। সর্বশেষ এই তালিকায় যোগ হলেন বিশ্বজয়ী আকবর।