ইমার্জিং এশিয়া কাপে অধিনায়ক আকবর, আছেন হৃদয়-ইমনরা
আগামী ১৮ অক্টোবর ওমানে পর্দা উঠছে এসিসি ইমার্জিং এশিয়া কাপের। আট দলের অংশগ্রহণের এই টুর্নামেন্টের জন্য আজ বাংলাদেশ 'এ' দল ঘোষণা করেছে বিসিবি। ১৫ সদস্যের এই দলে আছেন ভারত সফরে জাতীয় দলের হয়ে খেলা তাওহিদ হৃদয় ও পারভেজ হোসেন ইমন। দলটির অধিনায়ক করা হয়েছে আকবর আলীকে।
ভারত সফরের দলে থাকা রাকিবুল হাসানকেও নেওয়া হয়েছে দলে। এবার একাদশে সুযোগ না হলেও জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন বাঁহাতি এই স্পিনার। ১৫ সদস্যের এই দলে থাকা ৮ জনেরই জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আছে। বিভিন্ন সময়ে জাতীয় দলে খেলা অন্যান্য ক্রিকেটাররা হলেন নাঈম শেখ, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারী, আবু হায়দার রনি ও রিপন মন্ডল।
ডাকা হয়েছে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারকে। দলে আছেন জিসান আলম, মাহফুজুর রহমান রাব্বি, ওয়াসি সিদ্দিকী ও মারুফ মৃধা। ভারত সফরে জাতীয় দলের একাদশে সুযোগ পাওয়া জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব ও শেখ মেহেদি হাসানকে রিজার্ভে রাখা হয়েছে। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদও আছেন রিজার্ভে। ২০২০ সালে যুব বিশ্বকাপ জেতা পাঁচজন ক্রিকেটার আছেন এই দলে।
দলটিতে থাকার কথা ছিল আফিফ হোসেন ধ্রুবরও। কিন্তু পারিবারিক কারণে এক মাসের ছুটি নিয়েছেন তিনি, এ কারণে হৃদয়কে এই দলে নেওয়া হয়েছে। এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন, 'আফিফ পারিবারিক কারণে এক মাসের ছুটি চেয়েছিল। ছুটি অনুমোদন হওয়ায় তার জায়গায় হৃদয়কে নেওয়া হয়েছে। আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে জাতীয় দলের সিরিজ আছে। এখানে খেললে ওর জন্যও ভালো হবে।'
প্রথমবারের মতো এসিসি ইমার্জিং এশিয়া কাপ এবার টি-টোয়েন্টি ফরম্যাটে হবে, আগের পাঁচ আসর হয়েছে ওয়ানডে ফরম্যাটে। আসর শুরুর দিন ১৮ অক্টোবরই মাঠে নামবে বাংলাদেশ, আকবরের দলের প্রতিপক্ষ হংকং। 'এ' গ্রুপে থাকা বাংলাদেশ পরের দুই ম্যাচে ২০ অক্টোবর আফগানিস্তান ও ২২ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। টেস্ট খেলুড়ে পাঁচ দল পাঠাচ্ছে 'এ' দল। তবে হংকং, ওমান ও সংযুক্ত আরব আমিরাত খেলবে জাতীয় দল নিয়ে। এবারের আসরটি অনুষ্ঠিত হবে ওমানের মাসকাটে, ২৭ অক্টোবর ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরটির।
বাংলাদেশ 'এ' দল: আকবর আলী (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, জিসান আলম, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মাহফুজুর রহমান রাব্বি, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম, ওয়াসি সিদ্দিকী, আবু হায়দার রনি, রেজাউর রহমান রাজা, রিপন মন্ডল ও মারুফ মৃধা।
রিজার্ভ: জাকের আলী অনিক, শেখ মেহেদি হাসান, তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ।