ইন্টার মিলানকে হারিয়ে চ্যাম্পিয়ন সেভিয়া
তাদেরকে বলা হয় ইউরোপা লিগের রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল যেমন দাপুটে, ইউরোপা লিগে তেমন দাপুটে সেভিয়া। ইউরোপীয় ক্লাব ফুটবলের দ্বিতীয় সেরা টুর্নামেন্টে আরও একবার নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল স্প্যানিশ দলটি। রোমাঞ্চকর ম্যাচে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানকে ৩-২ গোলে হারিয়ে ইউরোপা লিগের শিরোপা জিতেছে সেভিয়া।
এ নিয়ে ষষ্ঠবারের মতো ইউরোপা লিগে চ্যাম্পিয়ন হলো সেভিয়া। এই আসরে আর কোনো দল এতগুলো শিরোপা জিততে পারেনি। ইউরোপা লিগের দ্বিতীয় সেরা দল ইন্টার মিলানের গলায় তিনবার সেরার মালা উঠেছে।
আসরটির দুই সেরা দলই এবার ফাইনালে উঠেছিল। লড়াইও হয়েছে সমানে সমান। কিন্তু শেষ মুহূর্তে নিজেদের জালেই বল জড়িয়ে ফেলায় কপাল পোড়ে ইন্টার মিলানের। ম্যাচের শুরুতে ইন্টারকে এগিয়ে দেওয়া রোমেলু লুকাকুই পরে নিজেদের জালে বল জড়ান।
শুরু থেকেই চরম উত্তেজনা দেখা গেছে ম্যাচে। মাত্র ৫ মিনিটেই এগিয়ে যায় ইন্টার মিলান। স্পট কিক থেকে ইউরোপা লিগে টানা একাদশ ম্যাচে গোল করেন লুকাকু। চলতি মৌসুমে সব মিলিয়ে লুকাকুর এটা ৩৪তম গোল। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর ইউরোপীয় প্রতিযোগিতার নকআউট পর্বে টানা ছয় ম্যাচে গোল করার কীর্তি গড়লেন তিনি।
পিছিয়ে পড়ে তেঁতে ওঠে সেভিয়া। ম্যাচের ১২ মিনিটে সমতায় ফেরে তারা। ফ্রি-কিক থেকে পাওয়া বলে ড্রাইভিং হেডে গোল করেন লুক ডি ইয়ং। ৩৩ মিনিটে আবারও ইয়ংয়ের আগুনে পোড় ইন্টার। এ সময় আরেকটি অসাধারণ হেডে ইন্টারের জালে বল পাঠান ডাচ এই স্টাইকার।
২-১ গোলে পিছিয়ে পড়ে ইন্টারও গতি বাড়ায়। দুই মিনিট পর মেলে সাফল্যও। দিয়েগো গোডিন গোল করে দলকে সমতায় ফেরান। প্রথমার্ধে আর গোর হয়নি। দ্বিতীয়ার্ধেও কোনো দল গোলের দেখা পাচ্ছিল না।
৭৪ মিনিটে গিয়ে কপাল পোড় ইন্টারের। দলকে বিপদমুক্ত করতে গিয়ে উল্টো নিজেদের জালে বল জড়ান লকাকু। এরপর অনেক চেষ্টা করেও আর গোলের দেখা পায়নি ইন্টার মিলান।