টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
তিন পেসার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও শফিউল ইসলাম আছেন একাদশে। তরুণ দুই স্পিনার মাহেদি হাসান ও আমিনুল ইসলামের জায়গা হয়েছে একাদশে। বিয়ের ছুটি কাটিয়ে জাতীয় দলে ফেরা সৌম্য সরকারও আছেন একাদশে।
ভারত সফরের পর এই ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি একাদশে ফিরলেন মুশফিকুরি রহিম। পাকিস্তান সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
সর্বশেষ ৫ টি-টোয়েন্টিতে মাত্র একটি ম্যাচে জিতেছে বাংলাদেশ। এখানে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে জিম্বাবুয়ে। সর্বশেষ ৫ ম্যাচের ৪টিতেই জিতেছে সফরকারীরা। ছোট প্রতিপক্ষ হলেও জয়গুলো বাড়তি আত্মবিশ্বাসই দেবে জিম্বাবুয়েকে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস (উইরেকটরক্ষক), মাহেদি হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ: তিনাশে কামুনহুকামুই, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, শন উইলিয়ামস (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, রিচমন্ড মুতুম্বামি, ডোনাল্ট টিরিপানো, টিনোটেন্ডা মুতোম্বদজি, ক্রিস এমপফু ও কার্ল মুম্বা।