ড্রয়েও সন্তুষ্ট জিদান
দারুণ ছন্দে এগোচ্ছিল রিয়াল মাদ্রিদ। লা লিগায় টানা পাঁচ জয়ের মাঝে চ্যাম্পিয়ন্স লিগেও একটি ম্যাচ জেতে স্প্যানিশ জায়ান্টরা। দারুণ ছন্দে থাকা দলটিই বছরের শেষ দিনে ড্র করে মাঠ ছেড়েছে। বুধবার রাতে এলচের মাঠে ১-১ গোলে ড্র করেছে রিয়াল। পাঁচ ম্যাচ পর পয়েন্ট হারালেও মন খারাপ হয়নি রিয়ালের কোচ জিনেদিন জিদানের। দলের পারফরম্যান্সে সন্তুষ্ট ফরাসি এই কোচ।
এই ম্যাচ জিতে কিছু সময়ের জন্য অ্যাটলেটিকো মাদ্রিদকে ধরার সুযোগ ছিল রিয়ালের। কিন্তু ঘরের মাঠের এলচের বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারেনি তারা। ১৪ ম্যাচে ১১ জয়ে ৩৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে দিয়েগো সিমিওনের দল। দুই ম্যাচ বেশি খেলা রিয়াল ১০ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে।
এলচের বিপক্ষে দলের খেলোয়াড়দের পারফরম্যান্সে সন্তুষ্ট থাকলেও ম্যাচের ফল নিয়ে অবশ্য খুশি নন জিদান। ম্যাচ শেষে ফরাসি কিংবদন্তি বলেন, 'আমার অনুভূতি ভালো নয় কারণ ম্যাচে আমরা সুযোগ পেয়েছিলাম। সুযোগ কাজে লাগিয়ে আমরা ম্যাচটি শেষ করতে পারিনি। তারা ম্যাচে ফিরে এসেছিল এবং ম্যাচ কঠিন হয়ে ওঠে।'
আত্মবিশ্বাসের ঘাটতির কারণে রিয়াল ড্র নিয়ে মাঠ ছেড়েছে, এমন বলা হলেও এর সঙ্গে একমত নন জিদান। রিয়াল বস বলেন, 'আমার মনে হয় না এটা আত্মবিশ্বাসের ব্যাপার। কারণ আমরা জানতাম কী কারণে আমরা মাঠে নেমেছি। দ্বিতীয় গোলটি পাওয়া জরুরী ছিল কিন্তু আমরা আদায় করে নিতে পারিনি। তারা ম্যাচে ফিরলেও আমরা পারিনি। তবে আমাদের সুযোগও ছিল।'
রিয়াল মাদ্রিদের জার্সিতে মার্সেলোর সময়টা ভালো যাচ্ছে না। ব্রাজিলিয়ান এই ডিফেন্ডারের ফর্ম নিয়ে কথা তুলে যাচ্ছেন অনেকেই। কিন্তু এলচের বিপক্ষে মার্সেলোকে মাঠে নামিয়ে সন্তুষ্ট জিদান। বাকি খেলোয়াড়দের পারফরম্যান্সেও খুশি তিনি, 'মার্সেলোর পারফরম্যান্সে আমি সন্তুষ্ট। অন্যরা এবং কম সময়ের জন্য খেলা খেলোয়াড়দের পারফরম্যান্সেও আমি সন্তুষ্ট।'