তিন পরিবর্তন নিয়ে বোলিংয়ে বাংলাদেশ
জয়ের পথে থেকেও চট্টগ্রাম টেস্টে হারতে হয়েছে বাংলাদেশকে। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় টেস্ট ম্যাচটি বাংলাদেশের জন্য অগ্নিপরীক্ষার। ম্যাচটি জিতে সিরিজ বাঁচাতে চায় বাংলাদেশ। এমন ম্যাচে টসভাগ্য বিপক্ষে গেছে বাংলাদেশের। টস হেরে বোলিংয়ে নামছে মুমিনুলবাহিনী। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সাড়ে ৯টায়।
সিরিজ বাঁচানোর ম্যাচে একাদশে তিনটি পরির্তন এনেছে বাংলাদেশ। ইনজুরির কারণে ছিটকে গেছেন সাকিব আল হাসান ও সাদমান ইসলাম। তাদের জায়গায় সুযোগ হয়েছে সৌম্য সরকার ও মোহাম্মদ মিঠুনের। বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমান। একাদশে ফিরেছেন আবু আয়োদ রাহি।
ওয়েস্ট ইন্ডিজের একাদশে এসেছে একটি পরিবর্তন। অভিজ্ঞ পেসার কেমার রোচের জায়গা হয়নি একাদশে। আলজারি জোসেফের ওপর ভরসা রেখেছে ক্যারিবীয়রা।
বাংলাদেশ একাদশ: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও আবু জায়েদ রাহি।
একাদশে জায়গা হয়নি যাদের: সাইফ হাসান, ইয়াসির আলী রাব্বি, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, জার্মেইন ব্ল্যাকউড, শেন মোজলে, এনক্রুমাহ বোনার, জশুয়া ডা সিলভা, কাকিম কর্নওয়াল, আলজারি জোসেফ, শ্যানন গ্যাব্রিয়েল, জোমেল ওয়ারিক্যান ও কাইল মেয়ার্স।
একাদশে জায়গা হয়নি যাদের: কেভেম হজ, কেমার রোচ, রেমন রেফার ও বীরাসামি পেরমল ও জাহমার হ্যামিল্টন।