ক্যারিবীয়দের হোয়াইওয়াশ করার লক্ষ্যে আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ
প্রথম দুই ওয়ানডে দারুণ গেছে বাংলাদেশের। সহজ দুই জয়ে সিরিজ জয় নিশ্চিত হয়েছে আগেই। এবার তামিম ইকবালের দলের দৃষ্টি প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করায়। সেই লক্ষ্য নিয়ে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।
তিনে তিন করার মিশনের ম্যাচে টস ভাগ্য বাংলাদেশের পক্ষে এসেছে। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। গায়ানার প্রভিডেন্স ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় সাড়ে ৭টায় শুরু হয়েছে।
সিরিজ জয় নিশ্চিত হওয়ার পর তৃতীয় ও শেষ ওয়ানডেতে পরীক্ষা-নিরীক্ষা করার কথা জানিয়েছিলেন তামিম। কিন্তু দলে সেভাবে পরিবর্তন আনা হয়নি। কেবল পরিবর্তন এসেছে বাংলাদেশের একাদশে। বাদ পড়েছেন বাঁহাতি তরুণ পেসার শরিফুল ইসলাম। তার জায়গায় নেওয়া হয়েছে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে।
দুই বছর চার মাস পর জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলছেন তাইজুল। সর্বশেষ ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে এই ফরম্যাটে খেলেন তিনি। স্পিন দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে কাবু করা বাংলাদেশ এই ম্যাচে চারজন স্পিনারকে নিয়ে মাঠে নামছে। একমাত্র পেসার হিসেবে খেলছেন মুস্তাফিজুর রহমান।
হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামা ওয়েস্ট ইন্ডিজ একাদশে একটি পরিবর্তন এনেছে। বাদ পড়েছেন কাইল মেয়ার্স। তার জায়গায় একাদশে নেওয়া হয়েছে কিচি কার্টিকে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক) মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসুম আহমেদ, তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: নিকোলাস পুরান (অধিনায়ক ও উইকেটরক্ষক), শেই হোপ, রভম্যান পাওয়েল, শেমার ব্রুকস, ব্র্যান্ডন কিং, কিচি কার্টি, রোমারিও শেফার্ড, কিমো পল, গুডাকেশ মটি, আলজারি জোসেফ ও আকিল হোসেন।