বিশ্বকাপ শুরু হওয়ার আগে অভিবাসী শ্রমিকদের সম্মান জানিয়ে তৈরি ম্যুরাল সরিয়ে ফেলা হয় স্টেডিয়াম থেকে
বিশ্বকাপের কিছুদিন আগে লুসাইল স্টেডিয়ামের ৩২ নম্বর গেটের কাছে তৈরি করা হয়েছিল প্রায় ২০ ফুট উঁচু চমৎকার এক ম্যুরাল। ওই ম্যুরালে ছিল অসংখ্য মানুষের পাসপোর্ট-স্টাইলের ছবি।
দ্য নিউ ইয়র্ক টাইমসকে কাতারের আয়োজক কমিটির একজন প্রতিনিধি বলেছিলেন, যেসব মানুষ বছরের পর বছর মরুর খররোদে পুড়ে কাতারের বিশ্বকাপ আয়োজনের স্বপ্নকে বাস্তব রূপ দিয়েছেন, তাদের প্রতি সম্মান জানানোর জন্য তৈরি করা হয়েছে এ ম্যুরাল।
কিন্তু তারপর শুরু হলো বিশ্বকাপ, আর উধাও হয়ে গেল এই মানুষগুলোর চেহারা। তার বদলে ওই দেয়ালে দৃশ্যমান হলো বিশ্বকাপের লোগো ও স্লোগান। কাতারের বিশ্বকাপ-স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া মানুষগুলোর চেহারার চিহ্নও আর রইল না।
ম্যুরালটি সরিয়ে ফেলার কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনার সঙ্গে যুক্ত দুজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে জানিয়েছেন, অভিবাসী শ্রমিকদের সঙ্গে কাতারের আচরণ নিয়ে এমনিতেই সমালোচনা চলছিল। তার মাঝে এই ম্যুরাল থাকলে সেই সমালোচনার পালে আরও হাওয়া লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল।
অন্যদিকে স্টেডিয়াম নির্মাণের দায়িত্বপ্রাপ্ত কাতারের সুপ্রিম কমিটি বলছে, এখন 'টুর্নামেন্ট মোড' চলছে, তাই স্টেডিয়ামের বহির্ভাগ ফিফা বিশ্বকাপের ব্র্যান্ডিংয়ের জন্য সাজানো হয়েছে।
কমিটি এ-ও ইঙ্গিত দিয়েছে যে, আসর শেষ হওয়ার পর ওই ম্যুরাল বা ওরকম কিছু ফিরতে পারে।