'মেসি ইতিহাসের সেরা খেলোয়াড়'
প্রায় ১৮ বছরের দীর্ঘ ক্যারিয়ারে এই প্রশংসা তিনি শুনেছেন হাজারবার। কিন্তু নিত্যনতুনভাবে সবাইকে চমকে দেওয়ায় যে তার ক্লান্তি নেই এতটুকুও। ক্রোয়েশিয়ার বিপক্ষে লিওনেল মেসির পারফরম্যান্সের পর আর্জেন্টিনা কোচ তাই সেই শোনা কথাই আবার বললেন।
কাতার বিশ্বকাপে দেখা যাচ্ছে অন্য এক মেসিকে। একের পর এক ম্যাচজয়ী পারফরম্যান্স দিয়ে আর্জেন্টিনাকে নিয়ে গেছেন ফাইনালে। দিয়েগো ম্যারাডোনার কীর্তি ছুঁতে এই একটা ম্যাচই এখন জেতা বাকি মেসির।
তিনি বিশ্বের সেরা খেলোয়াড়, এই গন্ডি অনেক আগেই ছাড়িয়ে নিজেকে নিয়ে গিয়েছেন সর্বকালের সেরাদের কাতারে। তিনিই সর্বকালের সেরা, এমন দাবি করা লোকেরও অভাব নেই। আর্জেন্টিনার মানুষ মেসির আগে যাকে ঈশ্বরতুল্য মনে করে, সেই দিয়েগো ম্যারাডোনাও বেঁচে থাকতে বহুবার বলেছেন, মেসি তার থেকেও ভালো খেলোয়াড়।
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি আবারও মেসিকে সর্বকালের সেরা বলে আখ্যায়িত করলেন। ক্রোয়েশিয়ার বিপক্ষে তো বটেই, কাতার বিশ্বকাপেই মেসি যা করছেন সেটি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ব্যক্তিগত পারফরম্যান্স হিসেবে ইতোমধ্যে জায়গা করে নিয়েছে।
নিজের এক সময়ের সতীর্থ, বর্তমানে শিষ্য মেসিকে নিয়ে তাই মুগ্ধতার শেষ নেই স্কালোনির, 'মেসি ইতিহাসের সেরা খেলোয়াড়। অনেকে মনে করতে পারে আমরা আর্জেন্টাইন বলে এমনটা মনে করি। কিন্তু না, আমার কোনো সন্দেহ নেই যে মেসিই সেরা।'
এই দুর্দান্ত মেসিকে ফাইনালে আরেকবার দেখতে চাইবেন স্কালোনি এবং সারা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি আর্জেন্টিনা ভক্ত। এটিই যে আর্জেন্টিনার হয়ে মেসির শেষ!