বার্সা ছেড়ে ইন্টার মিলানে ভিদাল
লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার ঘোষণা দেওয়ার সময় থেকে আর্তুরো ভিদালকে নিয়ে আলোচনা। বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, ইন্টার মিলানে পাড়ি জমাতে পারেন চিলির এই মিডফিল্ডার।
এরপর ইন্টার-ভিদালের মধ্যে আলোচনা এগোয়। সব চূড়ান্ত হয়ে যায় দুদিন আগে। মঙ্গলবার আনুষ্ঠানিক ঘোষণাও এলো। দুই বছরের বার্সা পর্বের ইতি টেনে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানে নাম লিখিয়েছেন ভিদাল।
৩৩ বছর বয়সী ভিদালকে দলে নেওয়ার বিষয়টি এক বিবৃতিতে জানিয়েছে ইন্টার মিলান। ভিদালের ক্লাব ছাড়ার বিষয়ে বিবৃতি দিয়েছে বার্সেলোনাও। কাতালান ক্লাবটি জানিয়েছে, বিভিন্ন শর্তানুযায়ী ভিদালের ট্রান্সফার ফি হতে পারে ১০ লাখ ইউরো।
গত মাসে বার্সার কোচ হিসেবে রোনাল্ড কোম্যান দায়িত্ব নিয়েই ভিদালকে জানিয়ে দেন, তার পরিকল্পনায় নেই তিনি। এরপর ক্লাব ছাড়ার চেষ্টা শুরু করেন ভিদাল।
অবশ্য কেবল কোম্যানই নন, আগের দুই কোচ আরনেস্তো ভালভার্দে ও কিকে সেতিয়েনের নিয়মিত পরিকল্পনাতেও ছিলেন না তিনি। তবে ক্লাবের প্রতি ভিদালের নিবেদনের ব্যাপারটি সব সময়ই প্রশংসিত হয়েছে।
২০১৮ সালে বায়ার্ন মিউনিখ থেকে বার্সেলোনায় ঠিকানা গাড়েন ভিদাল। কাতালানদের হয়ে ৯৬ ম্যাচে ১১টি গোল করেছেন তিনি। এ সময়ে বার্সার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয়নি ভিদালের। একটি করে লা লিগা ও সুপার কাপের শিরোপা জিতেছেন তিনি।
২০০৫ সালে চিলিয়ান ফুটবল ক্লাব কলো-কলো দিয়ে শুরু ভিদালের। এই ক্লাবে দুই বছর খেলার পর ২০০৭ সালে জার্মান ক্লাব বায়ার লেভারকুজেনে যোগ দেন তিনি। এই ক্লাবে ৪ বছর খেলে ২০১১ সালে ভিদাল পাড়ি জমান সিরি 'এ' তে। জুভেন্টাসের হয়ে খেলেন চারটি মৌসুম। ২০১৫ সালে বায়ার্নে নাম লেখান তারকা এই মিডফিল্ডার।