ধার শোধ না করতে পারায় শঙ্কার মুখে সিরি আ চ্যাম্পিয়নদের ভবিষ্যত
সদ্যই ইতালিয়ান সিরি আ চ্যাম্পিয়ন হয়েছে ইন্টার মিলান। ১৯তম বারের মতো ইতালির ঘরোয়া লিগের সেরার মুকুট পড়েছে নেরাজ্জুরিরা। ক্লাবের সমর্থক থেকে শুরু করে খেলোয়াড় ও মালিকপক্ষের এখন আনন্দ-উৎসব করে সময় কাটানোর কথা।
কিন্তু আনন্দের মুহূর্তের মধ্যেও ইন্টার মিলানের ভবিষ্যত নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। ক্লাব চালানোর জন্য যে টাকা ধার নিয়েছিল ইন্টারের মালিকপক্ষ, সেটি শোধ করার সময় প্রায় চলে আসলেও তা এখন পর্যন্ত দিতে পারেনি তারা।
যাদের কাছ থেকে ইন্টার টাকা ধার করেছে, সেই সংস্থার নাম হলো ওকট্রি। সেই সংস্থাটির সঙ্গে গত শনিবার এক আলোচনায় বসে ইন্টারের মালিকপক্ষ। তবে কোনো ধরনের সমঝোতায় আসতে পারেনি দুপক্ষ। যার ফলে, ইন্টারের ভবিষ্যত আর্থিক অবস্থা নিয়ে জেগেছে শঙ্কা। অর্থাৎ, ক্লাবটির স্থিতিশীল অবস্থা কতদিন থাকবে সেটি নিয়ে প্রশ্ন জেগেছে ভক্ত-সমর্থকদের মনে।
ইন্টার মিলানের মালিকপক্ষ, চীনের ব্যবসায়ী গোষ্ঠী সানিং ক্লাবের ৬৮.৫% শেয়ারের মালিক। আগামী সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা ওকট্রিকে ৩৭৫ মিলিয়ন ইউরো বা প্রায় চার হাজার কোটি টাকার বেশি শোধ করতে হবে সানিং গ্রুপের। ২০২১ সালে করোনা ভাইরাসের আক্রমণের পর ওকট্রির কাছ থেকে তিন বছর মেয়াদে এই পরিমাণ টাকা ধার নিয়েছিল ইন্টার মিলান।
ক্লাবের স্থিতিশীলতা যে হুমকির মুখে সেটি ইন্টারের চেয়ারম্যান স্টিভেন ঝ্যাং নিজেই জানিয়েছেন, 'আমরা সর্বাত্মক চেষ্টা করেছি একটা সমঝোতায় আসতে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটি হয়নি। ওকট্রির পক্ষ থেকে আমাদেরকে কোনো ধরনের সহযোগিতা করা হয়নি। এটি একইসাথে হতাশার ও ক্লাবের স্থিতিশীলতা এখন শঙ্কার মুখে।'