রুদ্ধশ্বাস লড়াই জিতে ফাইনালে বার্সেলোনা
আগের লেগে ২-০ গোলের হার। কোপা দেল রে'র ফাইনালস্বপ্ন বিবর্ণই হয়ে উঠেছিল বার্সেলোনার। দ্বিতীয় লেগেও হার সঙ্গী হতে বসেছিল কাতালানদের। দল যখন হারের দ্বারপ্রান্তে, এমন সময়ে ত্রাতার ভূমিকায় আবির্ভুত হন জেরার্ড পিকে ও মার্টিন ব্রাথওয়েট। এই দুই ফুটবলারের জাদুকরী ছোঁয়ায় কেবল হার থেকেই বাঁচেনি বার্সা, উঠে গেছে কোপা দেল রে'র ফাইনালেও।
টুর্নামেন্টটির সেমি ফাইনালের দ্বিতীয় লিগে সেভিয়াকে ৩-০ গোলে হারিয়েছে লিওনেল মেসির দল। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলের ব্যবধানে ফাইনালের টিকেট কাটলো স্প্যানিশ জায়ান্টরা। কাতালাদের হয়ে গোল করেছেন ওসমান দেম্বেলে, জেরার্ড পিকে ও মার্টিন ব্রাথওয়েট। বড় অবাদন রেখেছেন বার্সার গোলরক্ষক টের স্টেগানও। একটি পেনাল্টি ফিরিয়ে এই ম্যাচে দলের জাল অক্ষত রাখেন তিনি।
ম্যাচে প্রায় ৬৮ শতাংশ সময় বল দখলে রাখে বার্সেলোনা। গোল আদায়ে মরিয়া দলটি গোলের উদ্দেশে শট নিয়েছে ২২টি। এর মধ্যে আটটি ছিল লক্ষ্যে। প্রতিপক্ষ সেভিয়া এদিন অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলেছে। মাত্র তিনবার লক্ষ্যে শট নিয়েছে তারা।
অগ্নি পরীক্ষার ম্যাচে শুরুটা দুর্দান্ত হয় বার্সেলোনার। শুরু থেকেই অবিরত আক্রমণ সাজাতে থাকেন মেসি-দেম্বেলেরা। দ্বাদশ মিনিটে গোলের দেখা পেয়ে যান দেম্বেলে। মেসির পাস থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে অসাধারণ শটে গোল আদায় করে নেন ফরাসি এই ফরোয়ার্ড।
৩০তম মিনিটে এগিয়ে যেতে পারতো বার্সেলোনা। কিন্তু বাঁ দিক থেকে মেসির বাড়ানো বলে পা ছোঁয়াতে পারেননি ফ্রেংকি ডি ইয়ং। দুই মিনিট পর আবারও সম্ভাবনা তৈরি করে কাতালানরা। মেসির শট সেভিয়ার এক ফুটবলারের পায়ে লেগে ফাঁকা জালে জড়িয়ে যাচ্ছিল। একেবারে শেষ মুহূর্তে এই বিপদ থেকে সেভিয়াকে উদ্ধার করেন মিডফিল্ডার মার্কোস আকুনা।
প্রথম গোল হজমের পরই রক্ষণাত্মক হয়ে পড়ে সেভিয়া। অনেক চেষ্টা করেও প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি বার্সা। দ্বিতীয়ার্ধেও অনেক আক্রমণ করে গোল আদায় করে নিতে পারছিল না কাতালানরা। নির্ধারিত ৯০ মিনিটের খেলাও শেষ হয়ে যায়। অতিরিক্ত সময়ে গিয়ে হাসি ফোটে বার্সার মুখে। পিকে ৯৪তম মিনিটে এবং ব্রাথওয়েট ৯৫তম মিনিটে গোল করে দলের ফাইনাল খেলা নিশ্চিত করেন।