সুপার হিরো বাবাকে মুশফিকের আবেগঘন শুভেচ্ছা
'পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছেন, কিন্তু একটাও খারাপ বাবা নেই'- বিশিষ্ট্য কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের এই উক্তিটি বাবার মনকে উদ্বেলিত করে। সন্তানের প্রতি বাবাদের অসীম স্নেহেরও প্রকাশ ঘটায়। একজন বাবা যে শুধু জন্মদাতাই নয়, শ্রেষ্ট মানবদের একজনও; বাবা দিবসে তা মনে করলেন জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার।
খেলার মাঠে প্রায় সময়ই বাবাকে পাশে পান মুশফিকুর রহিম। ঘরের মাটিতে খেলা হলে মাঠে যেতে কখনই কখনই ভুল হয় না তার বাবা মাহবুব হামিদের। ছুটে যান দেশের বাইরেও, হোক সেটা গ্যাবা কিংবা লর্ডস। বাবার এই উপস্থিতি মুশফিককে সাহস ও অনুপ্রেরণা যোগায়। বাবা দিবসে বাবাকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
বাবার সঙ্গে মাঠের একটি ছবি পোস্ট করে মুশফিক লিখেছেন, 'মিরপুর, গ্যাবা কিংবা লর্ডস, আমার সুপার হিরো বাবা আমাকে এবং বাংলাদেশকে সাপোর্ট করতে সর্বদা মাঠে উপস্থিত থাকেন। তার আশীর্বাদ আমাকে ভালো করতে সর্বদা অনুপ্রাণিত করে। আব্বু তোমাকে ভালোবাসি। বিশ্বের সকল বাবাকে, বাবা দিবসের শুভেচ্ছা জানাই।'
ছেলে এবং বাবার সঙ্গে তোলা কয়েকটি কিছু ছবি কোলাজ করে তাসকিন আহমেদ বাবা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। ডানহাতি এই পেসার লিখেছেন, 'বাবা দিবসের শুভেচ্ছা।' টেস্ট ওপেনার সাদমান ইসলাম তার বাবার সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, 'বাবা দিবসের শুভেচ্ছা আব্বু।' সাব্বির রহমান লিখেছেন, 'সব বাবাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। বাবা দিবসের শুভেচ্ছা সকল বাবাদের।'
মেহেদী হাসান মিরাজ তার সন্তানের সঙ্গে তোলা ছবি পোস্ট করে লিখেছেন, 'পিতাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার দোয়া। যে ব্যক্তি একজন দয়ালু এবং ভালো পিতা, তিনি আমাদের জন্য আশীর্বাদী। আল্লাহ তাআলার কাছে বেঁচে থাকা এবং পরলোকগমন করা সকল পিতাদের জন্য দোয়া কামনা করছি।'
বাবা ইকবাল খানের অনুপ্রেরণায় জীবন যুদ্ধে সফল নাফিস ইকবাল ও তামিম ইকবাল। প্রয়াত বাবার অনুপ্রেরণায় এগিয়ে যাচ্ছেন তারা। নাফিস সাবেক হয়ে গেলেও তামিম এখনও জাতীয় অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তামিমের বড় ভাই নাফিস ইকবাল বাবাকে নিয়ে আবেগঘন পোষ্ট দিয়েছেন। বাবার একটি দিয়ে নাফিস লিখেছেন, 'সত্যিকারের ব্যথা কি জানেন? যখন কেউ বলে তোমার বাবা এমন ছিলো...। সকলকে বাবা দিবসের শুভেচ্ছা।'