'বোল্ড হওয়া' বলে কোহলিদের ৩ রান কী বৈধ? কী বললেন পাঁঁচবারের বিশ্বসেরা আম্পায়ার সাইমন টফেল?
শ্বাসরুদ্ধকর উত্তেজনাময় ভারত-পাকিস্তান ম্যাচে শেষ বলে জয় নিশ্চিত করেছে রোহিত শর্মার দল। কিন্তু শেষ ওভারটি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক, আম্পায়ারের একটি সিদ্ধান্তে অসন্তুষ্ট ছিলেন পাকিস্তান দলের ক্রিকেটাররা। ম্যাচে মোহাম্মদ নওয়াজ়ের করা বল স্ট্যাম্পে লাগার পরে দৌড়ে তিন রান নেন বিরাট কোহলি। বলটি ফ্রি হিট হলেও বোল্ড হওয়ার পরে রান নেওয়া বৈধ কিনা, তা নিয়েই তোলপাড় ক্রিকেট অঙ্গনে।
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা আঙুল তুলেছেন আম্পায়ারের উপর। তবে এ বিতর্ক নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন আম্পায়ার সাইমন টফেল। আইসিসির বিচারে পর পর পাঁচ বছর বিশ্বের সেরা আম্পায়ারের পুরস্কার পেয়েছেন অস্ট্রেলিয়ার এই আম্পায়ার । টফেলের মতে, ভারত-পাকিস্তান ম্যাচে কোনো ভুল সিদ্ধান্ত নেননি আম্পায়াররা।
টফেল বলেন, "ভারত-পাকিস্তান ম্যাচের পরে অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন, ফ্রি হিটে ভারতের বাই রান নেওয়া কি বৈধ ছিল? আমি বলছি, আইসিসির নিয়ম অনুযায়ী আম্পায়াররা বাই রান দিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।"
নিজের কথার ব্যাখ্যাও দিয়েছেন টফেল। তিনি বলেছেন, ''ফ্রি হিটে বল উইকেটে লেগে থার্ড ম্যান অঞ্চলে চলে যায়। ব্যাটাররা দৌড়ে তিন রান নেয়। ফ্রি হিটে ব্যাটার বোল্ড আউট হয় না। সেজন্য উইকেটে বল লাগলেও সেই বল ডেড ঘোষণা করা হবে না। এটাই আইসিসির নিয়ম। কোহলিদের তিন রান নেওয়া সম্পূর্ণ বৈধ।"
এই প্রসঙ্গে আইসিসির নিয়মও তুলে ধরেছেন টফেল। আইসিসির ২১.১৮ নম্বর ধারায় লেখা রয়েছে, বোলার নো বল করলে পরের বলে ব্যাটিং দলকে ফ্রি হিট দেওয়া হবে। সেই বলে ব্যাটার দু'বার বলে আঘাত করলে, ফিল্ডারের ছোঁড়া বলকে অবৈধভাবে বাধা দিলে বা রান আউট হলে তাকে আউট দেওয়া হবে। অন্য কোনোভাবে সেই বলে ব্যাটার আউট হবেন না। এই ধারায় স্পষ্ট, ফ্রি হিটে বোল্ড হলেও ব্যাটার দৌড়ে রান নিতে পারেন। সেটি বাই হিসাবে ধরা হবে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা