টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে এক পরিবর্তন
তিন ম্যাচে দুই জয়, বাকি থাকা দুই ম্যাচের একটিতে জিতলেই হবে না। অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলতে হলে দুই ম্যাচই জিততে হবে বাংলাদেশকে। রান রেটে অনেক পিছিয়ে থাকায় পথটা কঠিন সাকিব আল হাসানের দলের জন্য। একইভাবে বাকি দুই প্রতিপক্ষ ভারত ও পাকিস্তানের বিপক্ষে জেতার পথটাও বেশ কাটা বেছানো।
এমন সমীকরণ মাথায় নিয়ে সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। অ্যাডিলেড ওভালে অনুষ্ঠেয় এই ম্যাচে টস ভাগ্য পক্ষে এসেছে বাংলাদেশের। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে।
একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন ওপেনার সৌম্য সরকার, তার জায়গায় সুযোগ পেয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। অ্যাডিলেডের উইকেট নিয়ে ধোঁয়াশায় থাকার কথা জানিয়েছেন সাকিব। টসের সময় তিনি বলেন, 'এই উইকেটে সেরা স্কোর কোনটা, জানি না। আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়েছি। ভালো করার মধ্যে থাকতে হবে। ব্যাটিংয়ে উন্নতি করার জায়গা আছে। তবে আমাদের পেস বোলিং আক্রমণ ভয়ঙ্কর '
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী রাব্বি, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
ভারত একাদশ: লোকেশ রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার ও আর্শদীপ সিং।