‘বাংলাদেশের ক্রিকেটারদের কমন সেন্স আছে কিনা সন্দেহ’
কয়েক দিন আগে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে বাংলাদেশি ক্রিকেটারদের পার্থক্য নিয়ে বলেছিলেন বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। এবার বাংলাদেশের ক্রিকেটাদের সামর্থ্য ও মাঠে কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। দেশি ক্রিকেটারদের কাণ্ডজ্ঞান নিয়ে সংশয় প্রকাশ করা অভিজ্ঞ এই কোচ কাঠগড়ায় তুললেন দেশি কোচদেরও।
শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৬ উইকেটে জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কিন্তু জয়টা প্রত্যাশা মতো হয়নি সালাহউদ্দিনের। সহজ ম্যাচ কঠিন করে জেতে কুমিল্লা, ব্যাটিং করতে হয় ১৯তম ওভারের শেষ বল পর্যন্ত। শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি সৈকত আলী ও অধিনায়ক ইমরুল কায়েস। মোহাম্মদ রিজওয়ানের হাফ সেঞ্চুরির পর মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাটে জয় নিশ্চিত হয় কুমিল্লার।
ম্যাচের পর বিরক্তি প্রকাশ করে সালাহউদ্দিন বলেন, 'স্থানীয় খেলোয়াড়দের কাছে আমি একটা সামান্য কমন সেন্স চাই। তাদের আসলে কমন সেন্স আছে কিনা, এটা নিয়ে আমার সন্দেহ। আপনি যদি ১৫ বছর ধরে ঘরোয়া ক্রিকেট মিরপুরে খেলেন, আপনি জানেন যে আপনার আসলে কী করতে হবে। সে কমন সেন্স যদি আপনার না থাকে, তাহলে আসলে আমি হতাশ।'
স্থানীয় ক্রিকেটাররা ক্রিকেট নিয়ে ভাবেন কিনা, সেটা নিয়েও সন্দীহান সালাহউদ্দিন। তার ভাষায়, 'আমাদের ছেলেরা ক্রিকেট নিয়ে চিন্তা করে কিনা, সেটা নিয়ে আমার সন্দেহ। রিজওয়ানের সঙ্গে আমাদের দেশের অনেক ওপেনার ধরেন বা অলরাউন্ডার ধরেন, তাদের শটসের লিমিটেশন অনেক বেশি বা তারা হয়তো আরও জোরেও মারতে পারে। সব দিকে মারতে পারে, কিন্তু খেলতে গেলে দেখা যায় উল্টোটা হচ্ছে।'
'আমি আরেকটা প্রেস কনফারেন্সে বলেছি, আমাদের দেশে অনেকে হয়তো মাথা দিয়ে খেলে, অনেকে খেলে না। বেশিরভাগই মাথা ছাড়া খেলে। আল্লাহ যেদিন মিলিয়ে দেয়, মানে প্রশ্ন কমন পড়ে যায়, সেদিন ভালো খেলে, যেদিন পড়ে না, সেদিন ভালো খেলে না। খুবই হতাশাজনক। আপনি যখন ১০-১২ বছর ক্রিকেট খেলছেন, তখন সামান্য কমন সেন্স থাকা উচিত। কখন কী করতে হবে, সেটি জানা জরুরি।' যোগ করেন তিনি।
চরম সমালোচনা করা সালাহউদ্দিন মনে করেন, বাংলাদেশের ক্রিকেটারদের ক্রিকেট জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ নয়। তিনি বলেন, 'আমার মনে হয় তাদের ক্রিকেট জ্ঞান অনেক কম। এই উইকেটে আমার কী করতে হবে বা কোন বোলারকে আমি কখন চার্জ করব, এটা বোঝা সামান্য জিনিস। যখন সব কিছু আমার নিয়ন্ত্রণে, তখন কীভাবে খেলব। এই বুদ্ধি যদি কারোও না হয়, তাহলে তারা ক্রিকেট কবে শিখবে ওপরওয়ালা জানেন।'
ক্রিকেটারদের এমন অবস্থার পেছনে কোচদের দায় দেখছেন সালাহউদ্দিন, 'ছোটবেলা থেকে আপনার গ্রামার খারাপ থাকলে, আপনি ইংলিশ রচনা লিখতে পারবেন না। আমরা আসলে ছোটবেলা থেকে তাদের ওভাবে গড়ে তুলছি। আমরা নিজেরা সব সময় বেশিরভাগই কোচ নির্ভর খেলোয়াড়, কোচ যেটা বলবে সেটাই ঠিক। প্রকৃতপক্ষে ভেতরে গিয়ে তো কোচ খেলবে না। সিস্টেমেই গলদ। ছোটবেলা থেকে যদি সেটআপ ভালো মতো হতো…। প্রকৃতপক্ষে তাদের যদি আমরা স্বাধীনভাবে গড়ে তুলতে পারতাম, তাহলে এ সমস্যাটা হতো না। আমরা যারা কোচিং করাই তাদেরই সমস্যাটা বেশি, ছেলেদের দোষ দিয়ে লাভ নেই। একটা পর্যায়ে এসে ব্রেনটা কাজও করে না। ছোটবেলা থেকে যদি আমাদের কোচিং ম্যাথোড পরিবর্তন করি, তাহলে হয়তো কাজে আসবে।'