প্রায় আট বছর পর একাদশে রনি, হৃদয়ের অভিষেক
ওয়ানডে সিরিজের শেষটা আনন্দের হলেও সেটা প্রাপ্তির খাতায় খুব বেশি যোগ করেনি। প্রথম দুই ম্যাচ হেরেই সিরিজ খোয়ায় বাংলাদেশ। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে লড়াইটা এবার টি-টোয়েন্টিতে। ভিন্ন ফরম্যাট, ভিন্ন অধিনায়ক, ভিন্ন আশায় বাংলাদেশ। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের দল একটি ম্যাচ জিতেছে, টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের দল নিশ্চয়ই সাফল্যের পাল্লাটা ভারী করে নিতে চাইবে।
সেই লক্ষ্য নিয়েই আজ প্রথম টি-টোয়েন্টিতে ইংলিশদের বিপক্ষে লড়তে নামছে বাংলাদেশ। সংক্ষিপ্ততম ফরম্যাটের এই ম্যাচে টস ভাগ্য পক্ষে এসেছে বাংলাদেশের। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব। ম্যাচটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বেলা ৩টায় শুরু হবে।
ওয়ানডে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। গত বছরের অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপাও ঘরে তুলেছে তারা। এ ছাড়া গত কয়েক বছর ধরে আক্রমণাত্মক ক্রিকেট খেলে ইংল্যান্ড যেভাবে বিশ্ব শাসন করে আসছে, টি-টোয়েন্টি সিরিজটা যে বাংলাদেশের জন্য কঠিন পরীক্ষার হবে; তা বলাই বাহুল্য। এর আগে একটি ম্যাচ খেলে ইংল্যান্ডের বিপক্ষে হেরেছে বাংলাদেশ।
সাত বছর আট মাস পর বাংলাদেশের একাদশে সুযোগ পেয়েছেন বিপিএলে আলো ছড়ানো রনি তালুকদার। ২০১৫ সালের জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে জাতীয় দলে অভিষেক হয় তার, আর ওটাই শেষ ম্যাচ। দীর্ঘদিন পর সেই ফরম্যাট দিয়েই ফিরলেন ডানহাতি এই ব্যাটসম্যান। বিপিএলে ভিন্ন রূপে নিজেকে হাজির করা তৌহিদ হৃদয়ের এই ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে। বাংলাদেশের ৭৮তম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে অভিষেক হচ্ছে তার।
বাংলাদেশ একাদশ: রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারী, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ: ফিল সল্ট, জস বাটলার (অধিনায়ক), ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, জফরা আর্চার ও মার্ক উড।