রোজার কারণে আয়ারল্যান্ড সিরিজের ম্যাচের সময়ে পরিবর্তন
ঘরের মাঠে বাংলাদেশের বেশিরভাগ ম্যাচ হয় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে সেটার ব্যতিক্রম হতে যাচ্ছে। আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আর টি-টোয়েন্টি সিরিজ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। একমাত্র টেস্ট ম্যাচটি হবে মিরপুরে।
ম্যাচ শুরুর সময়েও থাকছে ভিন্নতা। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচ শুরু হয়েছে ১২টায় এবং টি-টোয়েন্টি দুপুর ৩টায়। কিন্তু আইরিশদের বিপক্ষে প্রথম দুটি ওয়ানডে শুরু হবে দুপুর ২টায়। ২৩ মার্চ থেকে রমজান মাসের শুরু হওয়ার সম্ভাবনা থাকায় তৃতীয় ওয়ানডেটি দুপুর আড়াই শুরু হবে। ইফতারির সময় ইনিংস বিরতিতে রাখতে এই সিদ্ধান্ত। ইফতারির আগেই ম্যাচ শেষ করতে টি-টোয়েন্টি ম্যাচ দুপুর ২টায় শুরু করা হবে।
এমনই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, 'রোজার জন্যই আয়ারল্যান্ড সিরিজের ম্যাচের সময়ে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। টি-টোয়েন্টি ম্যাচ ২টায় শুরু হলে সাড়ে ৫টার মধ্যে শেষ হয়ে যাবে। ইফতারের আগেই শেষ হয়ে যাবে।'
তৃতীয় ওয়ডানডে শুরুর সময় নিয়ে জালাল ইউনুস বলেন, 'তৃতীয় ওয়ানডে সম্ভবত রোজার মধ্যে পড়ে যাচ্ছে। দর্শকদের কথা মাথায় রেখে এটা আড়াইটায় দেওয়া হয়েছে। ইনিংস বিরতিতে যেন ইফতার করা যায়, সেটা চিন্তা করা হয়েছে।'
১২ মার্চ বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড। এই সফরে বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার পর একটি টেস্ট ম্যাচ খেলবে আইরিশরা। ওয়ানডে সিরিজের আগে ১৫ মার্চ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দলটি। সিলেটে ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৮ মার্চ।
পরের দুটি ওয়ানডে একই ভেন্যুতে ২০ ও ২৩ মার্চ অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রামে যাবে দুই দল। ২৭ মার্চ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে প্রথম টি-টোয়েন্টি। পরের দুটি ম্যাচ এখানেই অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৯ ও ৩১ মার্চ।
টি-টোয়েন্টি সিরিজ শেষে ঢাকায় ফিরবে দুই দল। একমাত্র টেস্টের আগে প্রস্তুতি সারতে তিনদিন সময় পাবে তারা। মিরপুরে ৪-৮ এপ্রিল অনুষ্ঠিত হবে একমাত্র টেস্ট ম্যাচটি। প্রথমবারের মতো আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ।
দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ২০০৮ সালে বাংলাদেশে আসে আয়ারল্যান্ড। বাংলাদেশে সেটাই তাদের একমাত্র সফর। ওই সিরিজে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয় আইরিশরা। প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এবার বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড।