ব্যাটসম্যানের মন খারাপ হবে, তাই উদযাপন করেন না হাসান
উইকেট নিয়েই পাখির মতো ডানা মেলে দিতেন শোয়েব আখতার। ব্রেট লি লাফিয়ে উঠতেন আকাশে। অনেকে আকাশে হাত ছুড়ে করেন উইকেট পাওয়ার উদযাপন। কেউ কেউ ব্যাটসম্যানের দিকে এগিয়ে গিয়ে ধাগন আগ্রাসন। চরিত্রগত বা পছন্দের কারণে উদযাপনে অনেক ভিন্নতাই দেখা যায় বিশ্ব ক্রিকেটে। ধরন যেমনই হোক, সব বোলারই উদযাপন করে থাকেন।
এখানে ব্যতিক্রম হাসান মাহমুদ। বাংলাদেশের তরুণ এই পেসার উইকেট পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেও বিশেষ কোনো উদযাপন করেন না। বৃহস্পতিবার সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ১০ উইকেটের জয়ে বল হাতে নেতৃত্ব দেওয়া হাসান উদযাপন না করার কারণ জানালেন। ব্যাটসম্যানদের কষ্ট না দিতেই নাকি উদযাপন করেন না তিনি।
রানের হিসাবে সবচেয়ে বড় ১৮৩ রানের জয়ে সিরিজ শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ৩৪৯ রানের বিশাল সংগ্রহ গড়েও লাভ হয়নি, ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। শেষ ওয়ানডেতেও ব্যাট-বলে শাসন করা বাংলাদেশ তুলে নিয়েছে ১০ উইকেটের বিশাল, সিরিজ জিতেছে ২-০ ব্যবধানে। এই ম্যাচে আইরিশদের ১০১ রানে বেধে ফেলার অন্যতম কারিগর হাসান।
২৩ বছর বয়সী ডানহাতি এই পেসার আগুনঝরা বোলিংয়ে শুরুতেই আয়ারল্যান্ডকে পথ ভুলিয়ে দেন। ৮.১ ওভারে ৩১ রান খরচায় নেন ৫ উইকেট, যা তার পুরো ক্যারিয়ারে প্রথম। ম্যাচসেরার পুরস্কার জেতা হাসান সংবাদ সম্মেলনে এসে দ্বিতীয় প্রশ্নেই শুনলেন উদযাপন নিয়ে। পেসার হলেও মাঠে শান্ত স্বভাবের হিসেবে নিজেকে চেনানো বাংলাদেশ পেসার বলেন, 'করি না, এটাই। ব্যাটসম্যানকে আউট করার পর সেলিব্রেশন করলে ওর মন খারাপ হবে আরও, এই ভেবেই করি না।'
ক্যারিয়ার সেরা বোলিং করে উচ্ছ্বসিত হাসান। ঘরোয়া ক্রিকেটেও কখনও ৫ উইকেট পাননি বলে তার ভালো লাগাটা একটু বেশিই, 'এটা আমার প্রথম পাঁচ উইকেট (আন্তর্জাতিক ক্রিকেটে), ঘরোয়াতেও পাঁচ উইকেট পাওয়া হয়নি। আমাদের যে ফাস্ট বোলাররা আছে, শেষ কয়েক বছর ধরে অনেক কঠোর পরিশ্রম করছি। আমাদের (পেস বোলিং কোচ) অ্যালান ডোনাল্ড আছেন, তার সঙ্গে ভালো একটা 'কানেকশন' আছে আমাদের সবার। দিন দিন নিজেদের সবাইকে আরও গড়ে তোলার চেষ্টা করছি।'
গতি দিয়ে সবার নজরে আসেন হাসান। পরবর্তীতে নিজের বোলিংয়ে যোগ করেছেন সুইংসহ আরও কিছু রসদ। মাত্রই ক্যারিয়ার শুরু করা বাংলাদেশের এই পেসার আরও গোছানো বোলিং করতে চান, উন্নতি করতে চান ফিটনেসে, 'উন্নতি বলতে গেলে ফিটনেসটা আরেকটু উন্নতি করতে হবে। আর বোলিংটা আরেকটু গোছালো করতে হবে।'