লিটন-রনি ঝড়ের পর সাগরিকায় বৃষ্টির হানা
হঠাৎ কেউ টিভিতে চোখ রাখলে ভুল বুঝতে পারতেন। মনে হতে পারতো বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার কোনো ম্যাচের হাইলাইটস চলছে, যেখানে ব্যাট হাতে একের পর এক চার-ছক্কা মেরে যাচ্ছেন লিটন কুমার দাস ও রনি তালুকদার।
কিন্তু কিছুক্ষণেই ভুল ভাঙতো আপনার। হ্যাঁ, ম্যাচটি তরতাজা। আইরিশ বোলারদের জন্য দুঃস্বপ্নে পরিণত হওয়া লিটন, রনিরা চট্টগ্রামের সাগরপাড়ে তাণ্ডব চালালেন, পরে শামীম পাটোয়ারী, সাকিব আল হাসানরাও দাপট দেখান।
কিন্তু বাংলাদেশ যখন নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহ গড়ার দ্বারপ্রান্তে, তখনই হানা দিলো বেরসিক বৃষ্টি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলমান সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের ইনিংসের চার বল বাকি থাকতে বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে গেছে।
উইকেট কভার দিয়ে ঢেকে রাখা হয়েছে। ১৯.২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২০৭ রান। সাকিব ১৩ বলে ৩টি চারে ২০ ও মিরাজ ১ বলে ৪ রানে অপরাজিত আছেন। বৃষ্টি কমলেও পুরোপুরি থামেনি। আবারও বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠানো হবে কিনা, সেটা দেখার বিষয়।