বেনজেমার হ্যাটট্রিকে বিধ্বস্ত বার্সা, ফাইনালে রিয়াল
পরপর তিন এল ক্লাসিকো বেশ চাপেই ছিলো রিয়াল মাদ্রিদ। তার ওপর এই ক্লাসিকো জেতা ছাড়া রিয়ালের হাতে আর কোনো উপায়ও ছিলো না। ড্র হলেও কোপা দেল রের ফাইনালে চলে যেতো বার্সা।
তবে তা হতে দিলো না রিয়াল, বলা চলে হতে দিলেন না বেনজেমা। তার হ্যাটট্রিকেই বার্সাকে তাদেরই মাঠে ৪-০ গোলে বিধ্বস্ত করে কোপা দেল রের ফাইনালে উঠেছে লস ব্লাঙ্কোসরা।
অথচ ম্যাচের আগে কথা হচ্ছিল বার্সার সাম্প্রতিক এল ক্লাসিকো ফর্ম নিয়ে। জাভি হার্নান্দেজের দল এই মৌসুমে হওয়া চার ক্লাসিকোর তিনটিই যে জিতেছে। ম্যাচের প্রথম ৪৫ মিনিট রিয়ালের ওপর দাপটও দেখিয়েছে স্বাগতিক বার্সা। থিবো কোর্তোয়া দারুণ কয়েকটি শট না ফেরালে এগিয়েও যেতে পারত তারা।
প্রথমার্ধের শেষদিকে এসে জেগে ওঠে রিয়াল। নিজেদের চেনা ছন্দে খেলতে থাকেন বেনজেমা-ভিনিশিয়ুসরা। আর সেই ধারাতেই বার্সার দুর্দান্ত এক আক্রমণ ঠেকিয়ে নিজেরা পালটা আক্রমণে ওঠে তারা। সেই আক্রমণের শেষ হয় বার্সার ডি-বক্সের ভেতর বেনজেমা-ভিনিশিয়ুস-বেনজেমার কারিকুরিতে। ব্রাজিলিয়ান তারকার গোলে ম্যাচে এগিয়ে যায় রিয়াল, সমতায় ফেরে দুই লেগ মিলিয়ে।
দ্বিতীয়ার্ধ কেবলই রিয়ালময়। পাত্তাই পায়নি বার্সা। এগিয়ে থাকায় দ্বিতীয়ার্ধে রিয়ালের শুরুটা ছিল দারুণ আত্মবিশ্বাসী। বার্সা রক্ষণের আশপাশে গিয়ে তারা চেষ্টা করে সুযোগ তৈরির। ৫০ মিনিটে রিয়াল পেয়ে যায় নিজেদের দ্বিতীয় গোলটিও।
ডান প্রান্ত থেকে লুকা মদরিচ বার্সার তিন ডিফেন্ডারের ফাঁদ এড়িয়ে এগিয়ে গিয়ে অসাধারণভাবে বল বাড়ান বেনজেমার দিকে। ডি-বক্সের একটু বাইরে থেকে মাটি কামড়ানো শটে বার্সা গোলরক্ষককে ফাঁকি দিয়ে দলের হয়ে ব্যবধান ২-০ করেন এই ফরাসি স্ট্রাইকার।
৫৮ মিনিটে তৃতীয় গোলের উপলক্ষ্য পায় রিয়াল। ফ্রাঙ্ক কেসি ডি-বক্সের ভেতর ভিনিসিয়ুসকে ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল। স্পট কিকে ভুল করেননি বেনজেমা। নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি এনে দেন ব্যালন ডি'অরজয়ী এই স্ট্রাইকার। ৩-০ গোলে পিছিয়ে গিয়ে বার্সা এরপর যেন আর ম্যাচেই ছিল না।
৮০ মিনিটে ভিনিসিয়ুসের দৃষ্টিনন্দন এক পাসে নিজের হ্যাটট্রিকও পূরণ করে নেন বেনজেমা। শেষ পর্যন্ত ৪-০ (দুই লেগে মিলিয়ে ৪-১) গোলের জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ে সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি।