'বুস্কেটসের বিদায় মেসির বার্সায় ফেরার পথের শুরু'
১৫ বছরের সম্পর্ক ছিন্ন করে চলতি মৌসুম শেষে বার্সেলোনা ছাড়ছেন সের্হিও বুস্কেটস। চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছেন এই স্প্যানিশ কিংবদন্তি। বার্সার হয়ে ৭০০'র বেশি ম্যাচ খেলা এই মিডফিল্ডারের বিদায়ে তবে কী শাপে বর হতে চলেছে? লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাসের কথায় অন্তত তেমন কিছুরই ইঙ্গিত পাওয়া গেল।
বুস্কেটসের বার্সেলোনা থেকে বিদায় খুলে দিতে পারে লিওনেল মেসির ফেরার দরজা। লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস বিষয়টিকে দেখছেন সেভাবেই।
পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন না করা এবং সাম্প্রতিক সম্পর্কের টানাপোড়েনে ফ্রান্সের ক্লাবটি যে মেসি ছাড়ছেন তা অনেকটাই নিশ্চিত। বার্তা সংস্থা এএফপির খবর অনুযায়ী, সৌদি আরবের একটি ক্লাবের সঙ্গে চুক্তিও সেরে ফেলেছেন মেসি।
যদিও আর্জেন্টাইন জাদুকরের বাবা ও এজেন্ট হোর্হে মেসি পুরোটাই মিডিয়ার বানানো গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তাই মেসির বার্সেলোনায় ফেরার সম্ভাবনা যে একেবারেই মিইয়ে গিয়েছে তা কিন্তু নয়।
হাভিয়ের তেবাসের কথার পর যা আরো আশাবাদী করে তুলছে বার্সা সমর্থকদের। মেসিকে যদি বার্সেলোনা ফেরাতে চায় তাহলে লা লিগার দেওয়া শর্ত মেনেই ফেরাতে হবে। আর লা লিগার শর্ত হলো, বেঁধে দেওয়া বেতন কাঠামোর মধ্যে যদি মেসিকে বার্সেলোনা নিয়ে আসতে পারে তাতে লা লিগা কর্তৃপক্ষের কোনো সমস্যা নেই।
বার্সেলোনার বর্তমান আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। বিভিন্ন বিষয়ে টালমাটাল তাদের অর্থনৈতিক কাঠামো। সের্হিও বুস্কেটস বার্সেলোনার খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ বেতনধারীদের একজন। তার বিদায়ে বেতনের বোঝা অনেকটাই নেমে যাবে বার্সা বোর্ডের ওপর থেকে।
এদিকে লিওনেল মেসিও একেবারেই কম বেতনে বার্সায় ফিরতে রাজি। সব মিলিয়ে তেবাস এটিকে দেখছেন মেসির বার্সায় ফেরার প্রক্রিয়ার শুরু হিসেবে, 'বুস্কেটসের বিদায় মেসির ফেরার রাস্তার শুরু। এখনো বার্সাকে অনেক বিষয়েই কাজ করতে হবে। আমরা তাদেরকে সবুজ সংকেত দেওয়ার কেউ না। তারা নিজেদের কাজ ঠিকঠাক করলেই মেসি বার্সায় ফিরতে পারবে।'
তেবাসের কথার পর এখন বার্সেলোনা সমর্থকরা আশায় বুক বাঁধতেই পারেন, তাদের রাজপুত্র আবারো ফিরবেন তার ফেলে যাওয়া রাজ্যপাটে।