মায়ামিই শেষ ঠিকানা মেসির, খেলবেন না প্যারিস অলিম্পিকে
অবসর ভাবনা নিয়ে ইদানিং প্রায়ই প্রশ্নের মুখে পড়তে হয় লিওনেল মেসিকে। আবারও একই প্রশ্নের মুখোমুখি হলেন তিনি। বললেন, ক্লাব ক্যারিয়ারের ইতি টানতে চান ইন্টার মায়ামির হয়েই।
মেসির চাওয়া পূরণ হবে কিনা, তা সময়ই বলে দেবে। তবে ইএসপিএনের সঙ্গে কথোপকথনে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা অধিনায়ক এটিও নিশ্চিত করেছেন, প্যারিস অলিম্পিকে খেলছেন না তিনি।
ক্যারিয়ারের শেষ কোথায় দেখেন তা নিয়ে মেসি বলেছেন, 'আমার মনে হয়, মায়ামিই আমার শেষ ক্লাব। আমার আজকের চিন্তা যদি বলি, এটাই আমার শেষ ক্লাব হবে।' যদিও এর আগে বেশ কয়েকবার নিজের প্রথম ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজে ক্যারিয়ার শেষ করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি।
এরপর ২০২৪ প্যারিস অলিম্পিকে যে খেলছেন না তিনি, এটিও জানিয়েছেন মেসি। আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার অভিযানে নামার জন্য প্রস্তুত হচ্ছেন মেসি। লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা চলবে ২০ জুন থেকে ১৪ জুলাই।
অলিম্পিকে না খেলা নিয়ে মেসি বলেন, 'মাসচেরানোর সঙ্গে কথা বলেছি এবং সত্যি হচ্ছে আমরা দুইজনই পরিস্থিতি বুঝতে পেরেছি। এই মুহূর্তে অলিম্পিক নিয়ে ভাবা কঠিন কারণ আমরা কোপা আমেরিকা নিয়ে ভাবছি।'
কোপার পর অলিম্পিকে খেলা নিজের ফিটনেসের জন্য ভালো কিছু বয়ে আনবে না, সেটি অনুধাবন করছেন মেসি, 'আমার বয়স এমন না যে, সব কিছুতে থাকতে পারব। আমাকে সতর্কতার সঙ্গে বেছে নিতে হবে। টানা দুটি টুর্নামেন্টে খেলা খুব কঠিন হবে।'