৪৩০ কোটি টাকায় লিভারপুলে যোগ দিলেন বিশ্বকাপজয়ী ম্যাক এলিস্টার
অ্যালেক্সিস ম্যাক এলিস্টারের জীবনটা যেন কোনো জাদুর ছোঁয়ায় বদলে গিয়েছে। নয়তো এক বছর আগেও কেউ যাকে খুব একটা চিনতো না, সেই তিনিই এখন বিশ্বের অন্যতম সেরা ক্লাব লিভারপুলের খেলোয়াড়!
না, কোনো জাদুমন্ত্র নয়, নিজের প্রতিভা জাহির করেই বিশ্বমঞ্চে নিজেকে চিনিয়েছেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার।
মাত্র ৩৫ মিলিয়ন পাউন্ড অর্থাৎ প্রায় ৪৩০ কোটি টাকা দিয়ে ব্রাইটন থেকে ম্যাক এলিস্টারকে কিনেছে লিভারপুল।
কাতার বিশ্বকাপে ছিলেন লিওনেল স্কালোনির অন্যতম সেরা অস্ত্র। দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ করেছেন সবাইকে। ব্রাইটনের হয়ে খেলতেন বলে ইংলিশ ফুটবলের অনুসারীরা আগে থেকেই চিনতেন ম্যাক এলিস্টারকে।
বিশ্বকাপে দেখানো পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন ব্রাইটনের হয়েও। বড় ক্লাবগুলোর নজর পড়েছিল তার ওপর৷ এবার লিভারপুলেই পাড়ি জমিয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার।
তাকে নিয়ে লিভারপুল কোচ জুর্গেন ক্লপও আগ্রহী ছিলেন। নির্ভরযোগ্য সূত্র হিসেবে বিবেচিত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করেছেন ম্যাক এলিস্টারের লিভারপুলে যোগ দেওয়ার খবরটি।
২০২০ সালে আর্জেন্টিনোস জুনিয়র থেকে ব্রাইটনে আসেন ম্যাক এলিস্টার। ব্রাইটনের হয়ে নিয়মিত ভালো পারফরম্যান্স দেখিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ দলে সুযোগ পান। সেখানেও নিজেকে মেলে ধরেন দারুণভাবে।
এবার ব্রাইটন অধ্যায় পেছনে ফেলে লিভারপুলের হয়েই নিজের ক্যারিয়ারের নতুন অধ্যায় লিখবেন তিনি।