১০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট
অনলাইনে টিকেট বিক্রি নিয়ে অনেকদিন ধরে আলোচনা থাকলেও শেষ পর্যন্ত পরিকল্পনা বাস্তবায়ন করতে পারছিল না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে পূর্ব ঘোষণা অনুযায়ী আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে অনলাইনে টিকেট বিক্রির কার্যক্রম শুরু করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। এবার বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের টিকেটও পাওয়া যাবে অনলাইনে।
আফগানদের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্টের টিকেট ১২ জুন থেকে অনলাইনে পাওয়া যাবে। টিকেট পাওয়া যাবে বিসিবির অফিসিয়াল ওয়েবসাইটে। ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজের টিকেটের মতোই মূল্য নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন টিকেটের মূল্য ১০০ টাকা। পূর্ব গ্যালারির টিকেটের মূল্য ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আরও চার ক্যাটাগরিতে টিকেট বিক্রি করা হবে। সাউদার্ন ও নর্দান স্ট্যান্ড ২০০ টাকা, ক্লাব হাউজ (শহীদ জুয়েল ও শহীদ মুশতাক স্ট্যান্ড) ৩০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৫০০ টাকা ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেটের মূল্য ১ হাজার টাকা। ম্যাচের আগের দিন সকাল সাড়ে ৯টা থেকে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে টিকেট পাওয়া যাবে। এ ছাড়া ম্যাচের দিন বুথ থেকে টিকেট কেনা যাবে।
অনলাইনে টিকেট করতে জাতীয় পরিচয়পত্র ও ফোন নম্বর ব্যবহার করে নিবন্ধন করতে হবে। একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ দুটি টিকেট কেনা যাবে। ক্রেডিট ও ডেবিট কার্ডের পাশাপাশি মোবাইল ফোনভিত্তিক অর্থ স্থানান্তর সেবাদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে টিকেট কেনা যাবে।
বিসিবির টিকেট স্ক্যানার নেই বলে অনলাইন টিকেট কাটলেও ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন সশরীরে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেট সংলগ্ন বুথ থেকে টিকেট সংগ্রহ করতে হবে।
পূর্ণাঙ্গ সিরিজ হলেও সফরের প্রথম দফায় বাংলাদেশের বিপক্ষে শুধু টেস্ট খেলবে আফগানিস্তান, এরপর তারা ফিরে যাবে। ঈদের বিরতি শেষে আবারও বাংলাদেশে আসবে আফগানরা। বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার টেস্ট ম্যাচটি মিরপুরে আগামী ১৪ জুন শুরু হবে।