আফগানদের অল্পতেই গুটিয়ে দিলো বাংলাদেশ
দাপুটে শুরুর পর শরিফুল ইসলাম যেভাবে বল হাতে শাসন করছিলেন, মনে হচ্ছিল ১০০ পেরোনোর আগেই অলআউট হয়ে যাবে আফগানিস্তান। তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, তাইজুল ইসলামরাও চেপে ধরেন আফগানদের। মহাবিপাকে পড়ে আফগানিস্তান, তবুও তাদেরকে অস্বস্তিতে পড়তে হয়নি আজমতউল্লাহ ওমরজাইয়ের কল্যাণে।
ভাঙনের সুর কানে না তুলে লড়াই চালিয়ে যাওয়া ডানহাতি এই অলরাউন্ডার হাফ সেঞ্চুরি তুলে নিয়েও অপরাজিত থাকেন। আরও ছোট তিনটি ইনিংস মিলিয়ে ১০০ পেরোনো সংগ্রহ গড়েছে আফগানিস্তান। বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামা সফরকারীরা ৪৫.২ ওভারে ১২৬ রানে অলআউট হয়ে গেছে।
আফগানিস্তানের মাত্র চারজন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করেন। ৭১ বলে একটি চার ও ৩টি ছক্কায় ইনিংস সেরা ৫৬ রান করেন ওমরজাই। অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি ২২, নাজিবুল্লাহ জাদরান ১০ ও স্পিনার মুজিব-উর-রহমান ১১ রান করেন।
৯ ওভারে ২১ রান খরচায় ৪টি উইকেট নেন শরিফুল, ওয়ানডেতে এটাই তার ক্যারিয়ার সেরা বোলিং। তাসকিন ও তাইজুল ২টি করে উইকেট পান। সাকিব ও মিরাজ নেন একটি করে উইকেট। ১০ ওভারে মাত্র ১৩ রান খরচা করেন সাকিব। শরিফুল তার ১০ ওভারের কোটা পূরণ করতে পারলে প্রথমবারের মতো ৫ উইকেটের দেখা পেয়েও যেতে পারতেন। কিন্তু চোট নিয়ে মাঠ ছাড়ায় তা হয়নি।