সিরিজ জয়ের লক্ষ্যে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, বিশ্রামে শরিফুল-রনি
ঠিক পথে থেকেও দিশেহারা অবস্থা হয়ে গিয়েছিল, হারতে হারতে প্রথম টি-টোয়েন্টি জিতে যায় বাংলাদেশ। কিংবা বলা যায় ধংসস্তূপ থেকে উঠে আফগানিস্তানের বিপক্ষে জয়ের দেখা পায় বাংলাদেশ। শেষ ওভারের রোমাঞ্চ পেরিয়ে নাটকীয় জয়ে এগিয়ে যাওয়া বাংলাদেশ আজ সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে।
রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান। এই ম্যাচে টস ভাগ্য পক্ষে এসেছে। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান। ম্যাচটি সন্ধ্যা ৬টায় শুরু হবে।
বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন এনেছে। বিশ্রাম দেওয়া হয়েছে ওপেনার রনি তালুকদার ও বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে। তাদের জায়গায় সুযোগ দেওয়া হয়েছে আফিফ হোসেন ধ্রুব ও হাসান মাহমুদকে। আফগানিস্তান একটি পরিবর্তন এনেছে। ফরিদ আহমদের জায়গায় খেলানো হচ্ছে ওয়াফাদার মোমান্দকে। এই ম্যাচে অভিষেক হচ্ছে তার।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), হযরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), মুজিব উর রহমান, ওয়াফাদার মোমান্দ, আজমতুল্লাহ ওমরজাই ও ফজল হক ফারুকী।