নেইমারকে দলে ভেড়াতে বার্সেলোনা-চেলসির যতো চ্যালেঞ্জ
লিওনেল মেসি তো বিদায় নিয়েছেনই। কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে চলছে নাটক, এর মধ্যে যোগ হয়েছেন নেইমার। ক্লাব হিসেবে যেন টালমাটাল পরিস্থিতির মধ্যে আছে পিএসজি।
নেইমার পিএসজি ছাড়ার ইচ্ছার কথা ক্লাব কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন আগেই। পিএসজিও আর তাকে রাখতে চায় না বলেই খবর ফরাসি গণমাধ্যমগুলোতে। তবে নেইমারের গন্তব্য নিয়ে চলছে গুঞ্জন।
সম্ভাব্য গন্তব্য হিসেবে শোনা যাচ্ছে বার্সেলোনা এবং চেলসির কথা। কিন্তু এই দুই ক্লাবে যেতেই নেইমারের সামনে রয়েছে কিছু প্রতিকূলতা।
২০২৩-২৪ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নেই ইংলিশ জায়ান্ট চেলসি। নেইমারের বয়স হয়ে গেছে ৩১। ইউরোপিয়ান ফুটবলের এই সবচেয়ে সম্মানজনক প্রতিযোগিতায় না খেলতে পারাটা তার জন্য হতাশার। তাই চেলসিতে যাওয়ার ব্যাপারে রয়েছে ধোঁয়াশা।
এদিকে নিজের পুরোনো ক্লাব বার্সায় ফিরলে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবেন, তবে বার্সেলোনার আর্থিক অবস্থা এই মুহূর্তে করুণ। যে কারণে নেইমারের বেতন দিতে গিয়ে হিমশিম খেতে হতে পারে কাতালান ক্লাবটির।
ব্রাজিলিয়ান এই তারকার পরবর্তী গন্তব্য হিসেবে সৌদি আরবের নামও শোনা যাচ্ছে। সবমিলিয়ে দেখার বিষয়, নেইমারের ভবিষ্যত গন্তব্য কোথায় হতে চলেছে।