দর্শক খরার বিপিএলে টিকেট নিয়ে হাহাকার
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মাঠে দর্শক উপস্থিতি নিয়ে সব সময়ই আলোচনা থাকে। হাতে গোণা কিছু ম্যাচ ছাড়া বিপিএলের প্রায় সব আসরেই দর্শক খরা দেখা গেছে। এবারও তেমনই দৃশ্য ছিল। অন্যান্য আসরে সিলেট ও চট্টগ্রামে তুমুল দর্শক আগ্রহ দেখা গেছে, এবারও এই দুই শহরেও গেছে দর্শক খরা। আর মিরপুরে ফাঁকা গ্যালারি তো নিয়মিত দৃশ্য।
কিন্তু লিগ পর্ব শেষ হতেই পাল্টে গেছে দৃশ্যপট। টিকেট নিয়ে রীতিমতো কাড়াকাড়ি পড়ে গেছে। আজ প্লেঅফ পর্বের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এলিমিনেটর ম্যাচে লড়বে ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। পরে প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
এক টিকেটে দুই ম্যাচ, এই দুই ম্যাচ দেখতে মিরপুরে দর্শকের ঢল নেমেছে। প্লেঅফের খেলা, সেটাও ছুটির দিনে। কিন্তু খেলা দেখতে হলে যা দরকার, সেই টিকেটেরই দেখা মিলছে না। মিরপুর স্টেডিয়ামের একাডেমি ভবনের বাইরে বিসিবির যে টিকেট বুথ, সেখানে দর্শকদের উপচে পড়া ভিড়। এখান থেকে লাইন চলে গেছে মিরপুর স্টেডিয়ামের ভিআইপি গেট পর্যন্ত। কিন্তু দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও পাওয়া যাচ্ছে না টিকেট। অনেকক্ষণ পরপর দেওয়া হচ্ছে টিকেট।
খোঁজ নিয়ে জানা গেছে এই বুথটিতে ৩০০ বা ৫০০ টাকা মূল্যের টিকেট নেই, যা গতকাল ও আজ সকালেই শেষ হয়ে গেছে। ৮০০ টাকার টিকেট আছে সীমিতসংখ্যক, কিন্তু মানুষের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন টিকেট বিক্রিতে দায়িত্বরতরা। তাই সময় নিয়ে টিকেট বিক্রি করা হচ্ছে। ম্যাচ দেড়টায় শুরু বলে দেরি হওয়াতে ফুঁসে উঠছে দর্শক, গলা ফাঁটিয়ে চিৎকার করছেন তারা।
কম মূল্যের টিকেট না থাকলেও বুথে ১৫০০ ও ২৫০০ টাকা মূল্যের টিকেট যথেষ্ট আছে। কিন্তু যারা খেলা দেখতে এসেছেন, বেশিরভাগ দর্শকই কম মূল্যের টিকেটের সন্ধানে। ঢাকা কলেজের অনার্স পড়ুয়া রাশেদ ক্ষুব্ধ হয়েই বললেন, 'এটা কোনো ব্যবস্থা হতে পারে না। কম মূল্যের টিকেটের চাহিদা বেশি থাকবে, এটা স্বাভাবিক। তাই বলে থাকবেই না, এটা হতে পারে না। আর এখানে টিকেটই তো দেওয়া হচ্ছে না। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, লাইন এগোচ্ছে না।'
বিসিবির পাঠানো বিবৃতিতে বলা হয় একাডেমি ভবনের বাইরের বুথ ও শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে টিকেট বিক্রি করা হবে। কিন্তু ইনডোর স্টেডিয়ামে গিয়ে বুথ বন্ধ পাওয়া গেছে, অনেকেই সেখানে গিয়ে ফিরে এসেছেন। এ বিষয়ে কথা বলতে বিসিবির দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কেউ ফোন ধরেননি।
এটা নিয়েও ক্ষোভের শেষ নেই দর্শকদের। একটি বেসরকারি ব্যাংকে চাকরি করা মোহাম্মদ সাত্তার বলেন, 'বিসিবি ঘোষণা দিয়ে টিকেট বুথ বন্ধ রাখতে পারে কীভাবে? এটা কোনোভাবেই হতে পারে না। যে দর্শকরা খেলার প্রাণ, যাদের কারণে খেলার জনপ্রিয়তা, তাদের নিয়েই কোনো পরিকল্পনা নেই বিসিবির। এটা দর্শকদের সঙ্গে রসিকতা করা ছাড়া আর কিছু নয়।'
বিপিএল নিয়ে হঠাৎ দর্শকদের মাঝে এতো আগ্রহ কেন? খেলা দেখতে আসা কয়েকজনের কাছে প্রশ্নটি করে জানা গেল, ছুটির দিন এর অন্যতম কারণ। এ ছাড়া প্লেঅফ বলে ম্যাচেও আগ্রহ আছে অনেকের। পাশাপাশি অঞ্চলভিত্তিক দর্শকও এসেছেন দলকে উৎসাহ দিতে। রূপক আহমেদ নামের এক চাকরিজীবী বলেন, 'ছুটির দিন বলে খেলা দেখার আগ্রহ পেলাম, এ ছাড়া প্লেঅফ ম্যাচও একটা কারণ।'
কাওসার নামের একজন বরিশাল থেকে খেলা দেখতে এসেছেন। সকালেই ঢাকা এসে পৌঁছেছেন তিনি। সোজা মিরপুর স্টেডিয়ামে এসে টিকেট কাটা নিয়ে দীর্ঘক্ষণ সময় ব্যয় করতে হয় তাকে। তবে টিকেট পেয়ে আনন্দের সীমা নেই তার, 'ফরচুন বরিশাল আমাদের দল, দলকে সমর্থন যোগাতে এসেছি। সকালে এসে টিকেট কাটতে ঝামেলা গেছে, তবে পেয়েছি। আজ জিতে কোয়ালিফায়ারে উঠবে বরিশাল, এটা আমার বিশ্বাস।'
আরেকজনকে পাওয়া গেল যিনি রংপুর রাইডার্সের সমর্থক। অবশ্য এরচেয়েও বড় সমর্থক সাকিব আল হাসানের। ঢাকাতেই থাকা রাসেল নামের এই ক্রিকেটভক্ত বলেন, 'আমার বাড়ি রংপুর, তবে শুধু এই কারণেই আমি রংপুরের সমর্থক নই। এই দলে খেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আমি উনার সবচেয়ে বড় ভক্ত। রংপুর জিতবে, সাকিব ভাই ভালো খেলবেন; এটাই চাওয়া।'