পারভেজ-শাহাদাতের সেঞ্চুরি, শাইনপুকুরের চমক
ইনিংস উদ্বোধন করতে নেমে ৩৭ ওভার পর্যন্ত ব্যাটিং করলেন শাহাদাত হোসেন দিপু ও পারভেজ হোসেন ইমন। তাদের দাপুটে ব্যাটিংয়ে ২৪৬ রানের বিশাল উদ্বোধনী জুটি পায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। দুই ওপেনারই তুলে নেন সেঞ্চুরি, পারভেজ খেলেন ক্যারিয়ার সেরা ইনিংস।
পারভেজ-শাহাদাতের সেঞ্চুরিতে বিশাল সংগ্রহ গড়ে বড় জয় তুলে নেয় প্রাইম ব্যাংক। ঢাকা প্রিমিয়ার লিগে এদিন আবাহনী লিমিটেডও বড় জয় পেয়েছে। দারুণ জয়ে অঘটনের জন্ম দিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। প্রথম রাউন্ডে কোনো সেঞ্চুরি দেখা যায়নি। দ্বিতীয় রাউন্ডে এক ইনিংসেই হলো দুই সেঞ্চুরি।
ব্রাদার্স ইউনিয়নকে ১৬৫ রানের বিশাল ব্যবধানে হারানোর দিনে আগে ব্যাটিং করে ৪ উইকেটে ৩৮০ রান তোলে প্রাইম ব্যাংক। শাহাদাত ১১১ বলে ১০টি চার ও ৪টি ছক্কায় ১১৯ রান করেন। ম্যাচসেরা পারভেজ ১২৯ বলে ৯টি চার ও ৮টি ছক্কায় ১৫১ রানের দুর্বার ইনিংস খেলেন। শেষ দিকে ঝড়ো ব্যাটিংয়ে ১৭ বলে ৪টি চার ও ৩টি চক্কায় অপরাজিত ৪৫ রান করেন শেখ মেহেদি হাসান। ব্রাদার্সের আবু জায়েদ রাহি ৩টি উইকেট নেন।
বিকেএসপির চার নম্বর মাঠে বড় লক্ষ্য তাড়ায় প্রাইম ব্যাংকের দুই স্পিনার নাজমুল ইসলাম অপু ও সানজামুল ইসলামের বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেনি ব্রাদার্স। এ দুজনই ৩টি করে উইকেট নেন। ৪৯ ওভারের ম্যাচে ৯ উইকেটে ২১৫ রান তোলে ব্রাদার্স। সর্বোচ্চ ৫৬ রান করেন আব্দুল মজিদ। এ ছাড়া ইমতিয়াজ হোসেন তান্না ৩১, রহমত আলী ৩৭ ও শাকিল হোসেন ২৩ রান করেন।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বৃষ্টি আইনে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমিকে ১৪৬ রানে হারায় আবাহনী। টস হেরে আগে ব্যাটিং করতে নামা আবাহনী ৭ উইকেটে ৩৪৩ রান তোলে। ম্যাচসেরা সাব্বির হোসেন ৯৮, মাহমুদুল হাসান জয় ৭৩, আফিফ হোসেন ধ্রুব ২৯, জাকের আলী অপরাজিত ৭৬ ও মোহাম্মদ সাইফউদ্দিন ২৯ রান করেন।
এরপর বৃষ্টি নামলে ম্যাচের দৈর্ঘ্য কমে আসে, ৪০ ওভারে গাজী টায়ার্সের লক্ষ্য দাঁড়ায় ৩১০ রান। কিন্তু বড় লক্ষ্য তাড়ায় শুরুতেই উইকেট হারানো দলটি ৯ উইকেটে ১৬৩ রানেই থামে। অধিনায়ক তাহজিবুল ইসলাম ছাড়া কেউই সেভাবে লড়াই করতে পারেননি। ৭৭ বলে ৫৮ রান করেন তিনি। এ ছাড়া আশিকুর রহমান শিবলি ২৯, আশিকুজ্জামান ১৫ ও সাঈদ সরকার ২৮ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের রান করতে পারেননি। দারুণ বোলিংয়ে আবাহনীর খালেদ আহমেদ ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ৩টি করে উইকেট নেন।
বিকেএসপির তিন নম্বর মাঠে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে চমকে দিয়ে অসাধারণ এক জয় তুলে নেয় শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ৪৭ ওভারের ম্যাচে শেখ জামালকে ৬ উইকেটে হারিয়েছে তারা। টস হেরে আগে ব্যাটিং করতে নামা শেখ জামাল ৭ উইকেটে ২৩৭ রান তোলে। সৈকত আলী ৫৬, অধিনায়ক নুরুল হাসান সোহান ৮০ ও ইয়াসির আলী রাব্বি ৩৫ রান করেন।
শাইনপুকুরের জাওয়াদ মোহাম্মদ ৩টি ও রবিউল হক ২টি উইকেট নেন। লক্ষ্য তাড়ায় শাইনপুকুরের তিনজন ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি তুলে নেন, দারুণ ইনিংসে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ম্যাচসেরা আকবর আলী। ১৩ বল হাতে রেখে জেতার ম্যাচে খালিদ হাসান ৬৬, মার্শাল আইয়ুব ৫৭ রান করেন। আকবর ৬২ ও ইরফান শুক্কুর ৩২ রানে অপরাজিত থাকেন।