দি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার
আনহেল দি মারিয়ার পরিবারের সদস্যকে হত্যার হুমকি দেওয়া সেই দুর্বৃত্তদের গ্রেপ্তার করেছে আর্জেন্টিনার ফেডারেল পুলিশ এবং অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্ত ও তথ্য সংগ্রহকারী একটি বিশেষ ইউনিট পিডিআই।
দি মারিয়াকে হুমকি দেওয়া তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে নিশ্চিত করেছেন আর্জেন্টিনার জাতীয় নিরাপত্তামন্ত্রী পাত্রিসিয়া বুলরিখ। তিনি জানিয়েছেন, হুমকিদাতাদের প্রধান পাবলো আকোত্তো। যার বিরুদ্ধে মাদক চোরাচালানের তদন্ত চলছে।
হুমকি দেওয়ার কথা ইতিমধ্যে স্বীকার করেছেন আকোত্তো। তাকে সহায়তা করেছেন সারা বেলেন গুতিরেজ এবং গ্যাব্রিয়েল ইসমায়েল পাস্তোরো। হুমকি দেওয়া তিন ব্যক্তিকে নিজ নিজ বাসা থেকে পুলিশ আটক করেছে বলে জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
উল্লেখ্য, লিওনেল মেসির পর হত্যার হুমকি পেয়েছেন আনহেল দি মারিয়া। নিজের শহর রোজারিওর কিছু দুর্বৃত্ত তাকে এই হুমকি দিয়েছেন। এর আগে লিওনেল মেসিকেও হত্যার হুমকি দিয়েছিলেন রোজারিওর একটি সন্ত্রাসী গোষ্ঠী। শুধু তাই নয়, মেসির স্ত্রী আন্তোনেল্লার পরিবারের মালিকানাধীন একটি দোকানে গুলি হামলাও চালিয়েছিল একটি দল।
মূলত রোজারিওতে নিজের ক্যারিয়ার শেষ করার ইচ্ছা প্রকাশ করার কারণেই এই হুমকি দেওয়া হয়েছে দি মারিয়াকে। বর্তমানে পর্তুগিজ ক্লাব বেনফিকায় খেলা দি মারিয়া গত সপ্তাহে জানিয়েছিলেন, ছেলেবেলার ক্লাব রোজারিও সেন্ট্রালে নিজের ফুটবল ক্যারিয়ারের ইতি টানতে চান তিনি। ওই ঘোষণার পরই হুমকি পান এই আর্জেন্টাইন তারকা।
বার্তা সংস্থা রয়টার্স আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে, দি মারিয়া রোজারিওতে ফিরলে তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা।আগে থেকেই সান্তা ফে প্রদেশের শহর রোজারিও কুখ্যাতি আছে মাদক-সংক্রান্ত সহিংসতার জন্য।
দি মারিয়ার রোজারিওর বাসার সামনে একটি গাড়ি থেকে কাগজে লেখা বার্তা ছুঁড়ে ফেলে চলে যায় দুর্বৃত্তরা। সেই বার্তায় দি মারিয়ার পরিবারের উদ্দেশ্য লেখা ছিল, 'আনহেলকে বলো সে যেন রোজারিওতে না ফেরে। সে যদি ফেরে, তোমাদের পরিবারের যেকোনো একজন সদস্যকে আমরা খুন করব। পুয়ারোও (রোজারিওর গভর্নর) তোমাদের বাঁচাতে পারবে না। আমরা শুধু কাগজে লেখা বার্তাই ফেলে যাই না, আমরা বুলেট আর লাশও ফেলি।'