চার ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ
চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের মাঠে ২-২ গোলে ড্র করে এসেছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে জিতে আসরটির ফাইনালে টিকেট কাটতে চায় স্প্যানিশ জায়ান্টরা। ইউরোপ সেরার মুকুট জিততে আরও দুটি ম্যাচে জিততে হবে তাদের, এর আগেই আরেকটি শিরোপা উৎসব করে নিলো কার্লো আনচেলত্তির শিষ্যরা। লা লিগায় রেকর্ড ৩৬তম শিরোপা জিতেছে রিয়াল।
সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার কাদিসকে ৩-০ গোলে হারিয়ে অপেক্ষায় ছিল রিয়াল। অপেক্ষা ছিল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার ম্যাচের। আড়াই ঘণ্টা পর জিরোনার মাঠে কাতালানরা ৪-২ গোলে হেরে যায়। আগেরবারের চ্যাম্পিয়নদের হারে চার ম্যাচ বাকি থাকতেই লা লিগা শিরোপা নিশ্চিত হয়ে যায় রিয়ালের।
৩৪ ম্যাচে ২৭ জয় ও ৬ ড্রয়ে ৮৭ পয়েন্ট রিয়ালের। এবারের মৌসুমে দারুণ সময় কাটানো জিরোনা সমান ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠেছে। শেষবেলায় হার মানা বার্সা ৩৪ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে। জিরোনার চেয়ে ১৩ পয়েন্টে এগিয়ে রিয়াল। বাকি চার ম্যাচে তারা যদি হারে এবং জিরোনা চার ম্যাচই জেতে, তবুও রিয়ালকে ছোঁয়ার সুযোগ নেই তাদের।
২০২১-২২ মৌসুমের পর লা লিগা শিরোপা জিতলো রিয়াল। এবারের লিগ শিরোপাটা তাদের কাছে বিশেষই হওয়ার কথা। অনেক সম্ভাবনাকে বাস্তবে রূপ দিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট জিততে হয়েছে তাদের। মৌসুম শুরুর দিকে ইনজুরির হানায় জেরবার অবস্থা ছিল রিয়ালের, বেশ কয়েকজন ফুটবলার ছিটকে যান চোটের কারণে।
এতে একাদশ সাজানো নিয়েই হিমশিম খেতে হয় আনচেলত্তিকে। তবু খেই হারায়নি ইউরোপিয়ান ফুটবলের সফলতম দলটি। চোটের কারণে মৌসুমের প্রায় পুরোটা সময় মূল গোললক্ষক থিবো কোর্তোয়াকে পায়নি রিয়াল, যা তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের ছিল। কিন্তু দলকে তার অভাব বুঝতে দেননি তৃতীয় পছন্দের গোলরক্ষক আন্দ্রে লুনিন, সুযোগ পেয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দেন ইউক্রেনের এই গোলরক্ষক।
চোট কাটিয়ে রিয়ালের শিরোপা নিশ্চিতের দিনেই মাঠে ফেরেন কোর্তোয়া। ফেরার দিন দল জিতলো ৩-০ গোলের ব্যবধানে, শিরোপাও হলো পুনরুদ্ধার। ফলের কারণে মনে হতে পারে রিয়াল দাপট দেখিয়েই খেলেছে। আদতে তেমন নয়, প্রথম গোলের স্বাদ নিতে দ্বিতীয়ার্ধ্ব পর্যন্ত অপেক্ষা করতে হয় রিয়ালকে।
৫১তম মিনিটে ব্রাহিম দিয়াজের গোলের এগিয়ে যায় রিয়াল। পুরো মৌসুমজুড়ে আলো ছড়ানো জুড বেলিংহাম ৬৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। যোগ করা সময়ে কাদিসের জালে বল পাঠিয়ে দলের ৩-০ গোলের জয় নিশ্চিত করেন জোসেলু। এবারের মৌসুমে কেবল আতলেতিকো মাদ্রিদের কাছে হেরেছে রিয়াল।
শিরোপা জয়ের রাতে দারুণ এক রেকর্ডে নাম উঠেছে নাচো ফার্নান্দেস ও লুকা মদ্রিচের। রিয়ালের হয়ে সবচেয়ে বেশি শিরোপা জেতা করিম বেনজেমা ও মার্সেলোর পাশে বসেছে তাদের নাম। এই চারজনই রিয়ালের হয়ে ২৫টি করে শিরোপা জিতেছেন। দুই মেয়াদে রিয়ালের কোচ হিসেবে ১২টি শিরোপা জিতলেন কার্লো আনচেলত্তি।