১৩ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলান
প্রথম লেগের মতো দ্বিতীয় লেগেও এসি মিলানকে হারিয়ে প্রথম দল হিসেবে চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে ইন্টার মিলান। দুই মিলানের লড়াইয়ের দ্বিতীয় পর্বে ইন্টার জিতেছে ১-০ গোলের ব্যবধানে। প্রথম লেগের ২-০ গোলে এগিয়ে থাকা নিয়ে দুই লেগ মিলিয়ে ৩-০ গোলের ব্যবধানে জিতল তারা।
প্রথম লেগে ইন্টারের জয়ের পরই প্রায় নিশ্চিত ছিলো তাদের ফাইনালে ওঠা। দ্বিতীয় লেগে এসি মিলান বড় কোনো চমক দেখাতে না পারলে তাদের জন্য কঠিনই ছিলো ফাইনাল খেলা। সেটি তারা পারেও নি।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় দর্শকদের। ৭৪ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন ইন্টারের লাউতারো মার্তিনেজ। আর্জেন্টাইন স্ট্রাইকারের গোলেই ইন্টারের ফাইনাল খেলা নিশ্চিত হয়।
এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে চারবার নগর প্রতিদ্বন্দ্বীদের হারাল ইন্টার মিলান। এর আগে এমন কীর্তি ১৯৭৩-৭৪ মৌসুমে আরেক বার দেখিয়েছে ইন্টার।
১৩ বছর পর ফাইনালে উঠল ইন্টার। সর্বশেষ ২০১০ সালের ফাইনালে বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। সেটি ছিলো চ্যাম্পিয়ন্স লিগে তাদের তৃতীয় শিরোপা।
নিজেদের চতুর্থ শিরোপা জয়ের খোঁজে ইন্টার মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি অথবা রিয়াল মাদ্রিদের। ১০ জুন তুরস্কের ইস্তাম্বুলে হবে এবারের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল।