‘আমি নিজের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারিনি’
আজ প্রকাশিত হয়েছে বিসিবির এক ভিডিও, যেখানে কথা বলেছেন লিটন কুমার দাস। বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটসম্যান বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন ভিডিওটিতে।
নিজের প্রতিভা ও সামর্থ্য অনুযায়ী বিশ্বকাপে এখনও ভালো কিছু করতে পারেননি বলে মনে করেন লিটন। তাই এবারের বিশ্বকাপে একটু হলেও আগের চেয়ে ভালো করতে চান তিনি। ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারলে বাংলাদেশ দলও বিশ্বকাপে ভালো কিছু করতে পারবে বলে বিশ্বাস লিটনের।
বিশ্বকাপে দলকে ভালো কিছু করতে হলে লিটনের নিজেরও জ্বলে উঠতে হবে। তবে তার সাম্প্রতিক ফর্ম বেশ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই এই ব্যাটসম্যানকে নিয়ে ভরসা খুব বেশি করা যাচ্ছে না।
টি-টোয়েন্টি বিশ্বকাপে লিটনের সামগ্রিক পারফরম্যান্সও হতাশাজনক।দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে তার ব্যাটে রান ছিল না। গত বিশ্বকাপে ভারতের বিপক্ষে ২৭ বলে ৬০ রানের দারুণ এক ইনিংস খেলা ছাড়া উল্লেখ করার মতো আর কোনো ইনিংস নেই তার। ২০ ওভারের বিশ্বকাপে মোট ১৩ ইনিংস খেলে তার হাফ সেঞ্চুরি ওই একটিই। ২৬০ রান করেছেন মাত্র ১১৩.০৪ স্ট্রাইক রেটে।
নিজের এই পারফরম্যান্স নিয়ে লিটন বলেছেন, 'আমার কথা বললে, 'নট আপ টু দা মার্ক।' আমি যে লেভেলের খেলোয়াড় বা যে পারফর্ম করা উচিত আমার, সেটা করতে পারিনি।'
তিনি যোগ করেন, 'জিনিসটা যদি এভাবে বলি যে, আগের দুটি বিশ্বকাপে যদি ১০০ রান না করি, এবারের বিশ্বকাপে যদি ১০১ করতে পারি, তাহলে আরও ভালো করেছি। যা করিনি, চেষ্টা করব তার থেকে ভালো কিছু করার।'
উন্নতি করার ইচ্ছার সঙ্গে লিটনের সেঞ্চুরি করার স্বপ্নও যে আছে, তা বোঝা গেল এই ডানহাতি ব্যাটসম্যানের কথাতে, 'আমার মনে হয় এখন বাংলাদেশের সব টপ অর্ডার ব্যাটসম্যানই চিন্তা করে। এটা তো সহজ কাজ নয় যে টি-টোয়েন্টিতে যাব এবং একশ করে ফেলব। যদিও বিশ্ব ক্রিকেট অন্যভাবে চলছে।'
অধিনায়ক নাজমুল হাসান শান্তর মতো আইপিএলকে মানদণ্ড মানতে নারাজ লিটনও, 'আইপিএলের কথা বলব না, কারণ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট পুরোপুরি ভিন্ন ধরনের। যদি আন্তর্জাতিক ক্রিকেট দেখেন, বিশ্বকাপে একশ হয়, তবে হাতেগোণা দু-একজন ব্যাটসম্যান করেন টি-টোয়েন্টিতে।'