ভিনিসিয়ুসের কাছে ব্যালন ডি'অরের চেয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা গুরুত্বপূর্ণ
ফুটবলে বিশ্বমানের সব প্রতিভার জন্ম কম দেয়বি ব্রাজিল। ব্যালন ডি'অর জয়ীদের তালিকায় রয়েছে বেশ কয়েকজন সেলেকাও তারকার নাম। কিন্তু সর্বশেষ কোনো ব্রাজিলিয়ান ব্যালন ডি'অর জিতেছেন সেই ২০০৭ সালে!
সতেরো বছর আগে এসি মিলানের হয়ে দুর্দান্ত এক মৌসুম কাটানোর পুরস্কার হিসেবে কাকা জিতেছিলেন ব্যালন ডি'অর। এরপর নেইমারের মতো প্রতিভাবান তারকা আসার পরও কোনো ব্রাজিলিয়ানের ব্যালন ডি'অর না জেতার খরা ঘোচেনি৷
এবার সেই সুযোগ রয়েছে ভিনিসিয়ুস জুনিয়রের সামনে। ২৩ বছর বয়সী রিয়াল মাদ্রিদ উইঙ্গার অসাধারণ এক মৌসুম কাটিয়েছেন। ইতোমধ্যে জিতেছেন লা লিগার শিরোপা। আগামীকাল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেত ফাইনালে লস ব্লাঙ্কোসরা মুখোমুখি হবে বরুশিয়া ডর্টমুন্ডের। যেখানে জিতলে নিজেদের ১৫তম চ্যাম্পিয়নস লিগ শিরোপা অর্জন করবে রিয়াল। আর ভিনিসিয়ুসের সামনেও সমূহ সম্ভাবনা থাকবে ব্যালন ডি'অর জেতার৷
এবারের মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন ভিনিসিয়ুস। রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এখন পর্যন্ত ৩৮ ম্যাচ খেলে করেছেন ২৩ গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন ১১টি গোল।
চ্যাম্পিয়নস লিগের পর ব্রাজিলের হয়ে খেলবেন কোপা আমেরিকা। ক্লাবের পর জাতীয় দলকেও দক্ষিণ আমেরিকা মহাদেশের সেরা বানাতে পারলে এ বছর ব্যালন ডি'অর জয়ের দৌড়ে তিনিই এগিয়ে থাকবেন।
তবে ভিনিসিয়ুসের কাছে এ মুহূর্তে ব্যালন ডি'অর নয়, চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতাই বেশি গুরুত্বপূর্ণ। শিরোপার লড়াইয়ে নামার আগে ভিনিসিয়ুস গণ মাধ্যমকে বলেছেন, তার কাছে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় অর্জনই বড়, 'ব্যালন ডি'অর জয় নিয়ে আমি কখনো ভাবিনি। এই মৌসুমে আমার জন্য সবচেয়ে ভালো ব্যাপার হবে চ্যাম্পিয়নস লিগ জেতা।'