রোহিত-জয়সওয়ালের ব্যাটিং ঝড়ে ভারতের বিশ্ব রেকর্ড
পোশাকের দিকে না তাকালে মনে হতে পারে কোনো টি-টোয়েন্টি ম্যাচ চলছে। যেখানে তাণ্ডব চালিয়ে যাচ্ছেন ভারতের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও রোহিত শর্মা। যেন টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি টেস্টেই সেরে নিচ্ছেন তারা। উইকেটে গিয়েই ঝড় তোলা এ দুজন ব্যাটসম্যান মাত্র ৩ ওভারে দলের স্কোরকার্ডে যোগ করেন ৫১ রান। যা টেস্টের ১৪৭ বছরের দীর্ঘ ইতিহাসে দলীয় দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড।
হাসান মাহমুদের করা ইনিংসের প্রথম ওভারের প্রথম দুটি বল ফেরান জয়সওয়াল। এরপর শুরু হয় তার তার দাপট, মারেন টানা তিনটি চার। প্রথম ওভার থেকেই ভারত পায় ১২ রান। পরের ওভারে বাংলাদেশের আরেক পেসার খালেদ আহমেদের ওপর দিয়ে যায় ঝড়। প্রথম দুটি বলে ছক্কা মারেন রোহিত।
এরপর লেগ বাই থেকে ১ রান। এই ওভারের শেষ বলে খালেদকে চার মারেন জয়সওয়াল। এই ওভার থেকে যায় ১৭ রান। ইনিংসের তৃতীয় ওভারটিতে আরও বেশি তাণ্ডব চলে। রোহিত ও জয়সওয়ালের ব্যাটিং ঝড়ে যেন হাসান ভুলে যান কোন ফরম্যাটে খেলতে নেমেছেন তিনি।
এই ওভারে রোহিত একটি ছক্কা মারেন, জয়সওয়াল মারেন একটি ছক্কা ও ২টি চার। ৩ ওভারেই ভারতের সংগ্রহ দাঁড়ায় ৫১ রান। এরপর রোহিতকে ফিরিয়ে এই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ স্পিনারের বলে বোল্ড হওয়ার আগে ১১ বলে একটি চার ও ২টি ছক্কায় ২৩ রান করেন ভারত অধিনায়ক।
দলীয় হাফ সেঞ্চুরিতে তো রেকর্ড গড়েছেনই, প্রথম দুই বল দিয়ে আরও একটি রেকর্ডে নাম তোলেন রোহিত। টেস্ট ইতিহাসের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে নিজের ইনিংসের প্রথম দুই বলে ছক্কা মারেন তিনি। তার আগে প্রথম দুই বলে ছক্কা মেরে ইনিংস শুরু করেছেন ওয়েস্ট ইন্ডিজে ফফি উইলিয়ামস (১৯৪৮ সালে), ভারতের শচিন টেন্ডুলকার (২০১৩) ও উমেশ যাদব (২০১৯)।
রোহিত আউট হয়ে ফিরলেও জয়সওয়ালের ব্যাটিং ঝড় চলতেই থাকে। ৩১ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ভারতের বাঁহাতি তরুণ এই ওপেনার। যা টেস্টে ভারতের ব্যাটসম্যানদের মধ্যে চতুর্থ দ্রুততম হাফ সেঞ্চুরি। ২৮ বলে হাফ সেঞ্চুরি করে রেকর্ডটি দখলে রেখেছেন ঋষভ পন্ত। দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরি করেছেন কপিল দেব, ৩০ বলে। ৩১ বলে হাফ সেঞ্চুরি আছে শার্দুল ঠাকুরের।
এই ইনিংসে দলীয় সংগ্রহের দুটি রেকর্ড গড়েছে ভারত। হাফ সেঞ্চুরির পর দ্রুততম দলীয় ১০০ রানের রেকর্ডও গড়ে ঘরের মাঠের দলটি। রোহিত আউট হওয়ার পর শুভমান গিলকে নিয়ে দাপট চালিয়েই চান জয়সওয়াল। তার ব্যাটে ১০.১ ওভারেই ১০০ পূর্ণ হয় ভারতের। টেস্টের ইতিহাসের এটাই দ্রুততম দলীয় শতরান। আগের রেকর্ডটিও ভারতের দখলে। গত বছর পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২.২ ওভারে ১০০ রান তোলে তারা।